টেস্ট ক্রিকেট

টি-টোয়েন্টির ছায়ায় পড়ে গেছে টেস্ট ক্রিকেট: চ্যাপেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:36 রবিবার, 10 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান সময়ে বিশ্বের অনেক দেশেই ভক্তদের আকর্ষণ কেড়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো। খুব অল্প সময়ে রোমাঞ্চকর লড়াই উপভোগ করতে পারায় ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটটি। তাতে জৌলুস হারাতে বসেছে ঐতিহ্যবাহী টেস্ট ক্রিকেট।

বিশ্বজুড়ে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। বিপরীতে বছরের শেষভাগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ নিয়ে কোনো মাতামাতিই নেই। তাই টেস্ট ক্রিকেট টি-টোয়েন্টির ছায়ায় পড়ে গেছে বলে মনে করছেন ইয়ান চ্যাপেল।

এ প্রসঙ্গে চ্যাপেল বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে। তারপরে হয়তো সামান্য কিছু আলোচনার পর অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ হবে। এবারের অ্যাশেজ নিয়ে যা একটু-আধটু আলোচনা হয়েছে তা করোনা মহামারীর বিষয়টি নিয়ে। সত্যিই টি-টোয়েন্টি ফরম্যাটটি টেস্ট ক্রিকেটের উপর অন্ধকার ছায়া ফেলে দিচ্ছে।’

টেস্ট সিরিজ কিংবা ম্যাচ আয়োজন করার বিষয়টি বেশ সময় সাপেক্ষ। অন্যদিকে চাইলেই খুব অল্প সময়ের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের পুরো সিরিজ শেষ করে ফেলা সম্ভব। তাই টেস্টের চাইতে টি-টোয়েন্টি বেশি ক্রিকেট নিয়ে বেশি মাতামাতি বলে মনে করেন চ্যাপেল।

অস্ট্রেলিয়ার কিংবদন্তী সাবেক এই ক্রিকেটার বলেন, ‘অংশগ্রহণকারী দেশগুলোকে নিয়ে খুব অল্প সময়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে শেষ করে ফেলা যায়। তাই একটি দীর্ঘ টেস্ট সিরিজের তুলনায় বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে কাজ করা অনেক সহজ।’

এসব কারণে ছোট দলগুলো টেস্টের পরিবর্তে টি-টোয়েন্টির প্রতি আগ্রহী হয়ে উঠছে জানিয়ে চ্যাপেল বলেন, ‘খুব অল্প সময়ের ম্যাচ হওয়ার কারণে যারা ঐতিহ্যগতভাবে ক্রিকেট খেলুড়ে দেশ নয়, তাদের কাছেও টেস্টের চেয়ে টি-টোয়েন্টি গ্রহণযোগ্যতা পেয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান ও পাপুয়া নিউগিনির কথাই ধরুন না।’