আইপিএল

অধিনায়ক কোহলির জন্যই শিরোপা জিততে চান শ্রীকার ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:11 রবিবার, 10 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১১ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিরাট কোহলি। যদিও এখন পর্যন্ত দলটির হয়ে শিরোপা জেতা হয়নি তাঁর। এদিকে ওয়ার্কলোড কমাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শেষে বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। সে কারণে বেঙ্গালুরুর হয়ে শিরোপা জিতে কোহলিকে বিদায় জানাতে চান শ্রীকার ভারত।

চলমান আইপিএলে কোহলির নেতৃত্বে ভালো ছন্দে রয়েছে বেঙ্গালুরু। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ইতোমধ্যে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে দলটি। বাকি ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিতে পারলে বেঙ্গালুরুর শিরোপা খরা ঘুচানোর সুযোগ রয়েছে কোহলিদের সামনে।

শেষপর্যন্ত সত্যিই শিরোপা জিততে পারলে কেক কেটে উদযাপন করার ইচ্ছা প্রকাশ করেছেন বেঙ্গালুরুর উইকেটরক্ষক-ব্যাটার ভারত। মূলত কোহলির জন্যই বেঙ্গালুরু প্রথমবারের মতো শিরোপা জিতুক এমনটি চান তিনি। কোহলির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারায় উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

এ প্রসঙ্গে ভারত বলেন, ‘আইপিএলের শিরোপা জয়ের পর কেকের উপর চেরি ফল রেখে তা বিরাট ভাইকে দেয়া হবে। তাছাড়া আপনি যদি আমার কাছে তার সঙ্গে খেলার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমি বলব বিরাট ভাইয়ের সঙ্গে খেলাটা আনন্দময় অনুভূতি।’

মাঝে-মধ্যেই ভারতের তরুণ ক্রিকেটারদের উৎসাহ ও নানা রকম পরামর্শ দিয়ে থাকেন কোহলি। এই গুণের কারণে কোহলির প্রশংসায় মাতেন ভারত। দলের সকল ক্রিকেটাররাও কোহলির কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন বলে জানিয়েছেন তিনি।

ভারতের ভাষ্য, ‘বিরাট তরুণদের ভালোবাসে এবং সে তরুণদের উৎসাহিত করে। সে অবিশ্বাস্যভাবে বেঙ্গালুরুর অন্য তরুণ ক্রিকেটারদের মতোই কঠোর পরিশ্রম করে। সে একজন পূর্ণাঙ্গ পেশাদার ক্রিকেটার। তার সঙ্গে খেলার বিষয়টি আমাদের আত্মবিশ্বাস যোগায়। সে খুব বন্ধুত্বপূর্ণ মানুষ ও সর্বদা আমাদের পরামর্শ দেয়। কোহলির সঙ্গে খেলতে আমি পেরে ধন্য।’