টি-টোয়েন্টি বিশ্বকাপ

গতির ঝড় তুলে বিশ্বকাপের সুবাস পাচ্ছেন উমরান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:47 রবিবার, 10 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হয়েছে উমরান মালিকের। অভিষেকের পর থেকেই গতির ঝড় দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। এমন পারফরম্যান্সের পর ভারতের বিশ্বকাপ দলে নেট বোলার হিসেবেও ডাক পেয়েছেন জন্মু-কাশ্মীরের এই পেসার।

এবারের আইপিএলে হায়দরাবাদ দলেও তিনি নেট বোলার হিসেবে জায়গা পেয়েছিলেন। যদিও নেটে গতির ঝড় তুলে টিম ম্যানেজমেন্টের নজর কাড়েন এই পেসার। মূলত হায়দরাবাদের পেসার থাঙ্গারাসু নাটারাজন করোনায় আক্রান্ত হলে উমরানের জন্য আইপিএলের দরজা খুলে যায়।

উমরান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক ম্যাচে নিজের প্রথম বলটি করেছিলেন ১৪৫ কিলোমিটার গতিতে। এরপরেরটি ১৫০। আর তৃতীয়টি ছিল ১৪৭ কিলোমিটার গতির। এমন বোলিং শুরু করার পর প্রথম ম্যাচ থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসেন এই পেসার।

কলকাতার বিপক্ষে প্রথম ম্যাচে ২৭ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন উমরান। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২১ রানে ১ উইকেট। এই ম্যাচে একটি ১৫২.৯৫ কিলোমিটার গতির বল করে এবারের আসরের সবচেয়ে গতিময় বোলার হিসেবে নাম লিখিয়েছেন উমরান। 

১৫২.৭৫ কিলোমিটার বেগে বল করে এর আগে শীর্ষে ছিলেন কলকাতার পেসার লকি ফার্গুসন। তিন নম্বরেও রয়েছে ফার্গুসনের ১৫২.৭৪ গতিবেগের আরেকটি বল। উমরান তার তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট নেন।

শেষ ম্যাচে কিছুটা খরুচে হলেও গতির ঝড় সমানতালে চালিয়েছেন উমরান। নেটে উমরানের গতি সামলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত কতটা কাজে লাগাতে পারবে সেটা সময়ই বলে দেবে। আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে।