টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রতিপক্ষ নিয়ে চিন্তা নেই সাইফউদ্দিনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:24 রবিবার, 10 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওমানে তিন দিন অনুশীলন শেষে ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাটে-বলে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন টাইগার ক্রিকেটাররা। যদিও ওমানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এখনও লড়াই চালিয়ে যেতে হচ্ছে বাংলাদেশ দলের।

বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে আবুধাবিতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে মঙ্গলবার শ্রীলঙ্কা ও বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এরপর শুক্রবার আবারও ওমানে ফিরবে টাইগাররা। সেখানেই ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন।

টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জানিয়েছেন, তাদের চোখে কোনো প্রতিপক্ষই ছোট না। যদিও কোনো প্রতিপক্ষক নিয়েই তারা খুব বেশি চিন্তা ভাবনা করেন না। ওমান নিজেদের মাটিতে বেশ শক্তিশালী। তাদের 'এ' দলের বিপক্ষেও তাই সর্বোচ্চটাই নিংড়ে দেয়ার লক্ষ্য ছিল টাইগারদের। সেটা অনেকাংশেই পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাইফউদ্দিন বলেন, 'দেখুন আসলে প্রতিপক্ষ কে সেটা আমরা কখনোই খুব বেশি চিন্তা-ভাবনা করি না। কারণ প্রতিটা প্রতিপক্ষকে আমরা দুর্বল ভাবি না। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো ম্যাচে হারার সম্ভাবনা থাকে। আমরা প্রতিটা ম্যাচে নামি নিজের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি। সবাই জানে ঘরের মাঠে সবসময় শক্তিশালী সবাই। যদিও আমরা বড় টার্গেট দিতে পেরেছি ওমানকে, যার কারণে বোলারদের জন্য কাজটা সহজ ছিল।'

ওমানে রাতের বেলায় একটু শিশির পড়ে। এর ফলে বোলারদের জন্য বল করা বেশ কঠিন হয়ে যায়। প্রস্তুতি ম্যাচেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বাংলাদেশ। যদিও এর ফায়দা তুলেই স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ বড় সংগ্রহ গড়েছিল। এটাই বোলারদের কাজ সহজ করে দিয়েছে বলে জানিয়েছেন সাইফউদ্দিন।

তার ভাষ্য, 'সবমিলিয়ে উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক ছিল। বিশেষত সাত আট ওভার যাওয়ার পর কিছুটা ব্যাটিং সহায়ক উইকেট হয়ে যায়। কারণ বলটা ডিউয়ের কারণে ভিজে যায়। এই ম্যাচটা আমাদের জন্য খুব উপকার হয়েছে। কারণ কোয়ালিফায়ারে দুইটা ম্যাচই নাইট। আমরা এখন থেকে আরও বেশি প্রস্তুতি নিবো।'