টি-টোয়েন্টি বিশ্বকাপ

রিজার্ভ হিসেবেই থাকছেন রুবেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:59 শনিবার, 09 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির নিয়ম অনুযায়ী ১০ অক্টোবর পর্যন্ত স্কোয়াড পরিবর্তন করতে পারবে দলগুলো। নির্ধারিত সময় শেষ হওয়ার একদিন আগে রুবেল হোসেনকে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করার খবর নিশ্চিত করে ই-মেইল পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

যদিও আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ সদস্যের স্কোয়াড দিতে পারবে দলগুলো। এই দ্বিধা দূর হয় খানিক পরই। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন যে, রিজার্ভ ক্রিকেটার হিসেবেই থাকছেন রুবেল।

এ প্রসঙ্গে রাবিদ ইমাম বলেন, ‘রুবেল দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকবে। কোন কারণে কেউ (ক্রিকেটার) টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে সে বিকল্প হিসেবে সুযোগ পাবে।’

এদিকে ক্রিকফ্রেঞ্জিকে একই তথ্য দিয়েছেন বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির সাবেক চেয়ারম্যান আকরাম খান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, কেউ ইনজুরিতে পড়লেই কেবল মূল দলে সুুযোগ পাবেন রুবেল।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘রুবেল মূল স্কোয়াডে নয় সে রিজার্ভ হিসেবেই দলের সঙ্গে থাকবে। যদি কেউ ইনজুরির শিকার হয়ে ছিটকে পড়ে তখনই মূল স্কোয়াডে জায়গা পাবে সে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমান, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাই পর্ব খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন (রিজার্ভ ক্রিকেটার)।