মাকসুদের চোট, পাকিস্তানের বিশ্বকাপ দলে মালিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:21 শনিবার, 09 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অর্ন্তভুক্ত হতে পারেন মালিক। যদিও শুক্রবার দলে তিনটি পরিবর্তন আসলেও ঠাঁই পাননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তবে শোয়েব মাকসুদের চোটে কপাল খুলছে মালিকের।

ডানহাতি এই ব্যাটসম্যানের বদলি হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মালিক। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জার্সি গায়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন মালিক। বয়সের কারণে এবং সেই সিরিজে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারায় দল থেকে বাদ পড়েন তিনি। এরপর আলোচনায় থাকলেও আর পাকিস্তান দলে ফেরা হয়নি।

দীর্ঘদিন ধরে জাতীয় দলে বাত্য থাকা মালিককে দলে ফিরিয়েছে পিসিবি)। পিঠের চোটের কারণে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে মাকসুদ ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে জায়গা পেয়েছেন মালিক। 

সম্প্রতি চোটে পড়ায় ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের সাউদার্ন পাঞ্জাবের একাদশ থেকে ছিটকে যান মাকসুদ। এর পরপরই এমআরআই স্ক্যান করান তিনি। স্ক্যানের রিপোর্টে জানা যায়, মাঠে ফেরার জন্য মোটেও ফিট নন তিনি।

শুক্রবার (৮ অক্টোবর) নিজেদের বিশ্বকাপ স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছিল পাকিস্তান। যেখানে ১৫ সদস্যের দলে যুক্ত করা হয় ফখর জামান, হায়দার আলি, সরফরাজ আহমেদকে। জায়গা হারিয়েছেন আজম খান, মোহাম্মদ হাসনাইন এবং খুশদিল শাহ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২ তে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাইপর্ব পার হয়ে আসা দুটি দলের বিপক্ষে খেলবে পাকিস্তান। আগামী ২৪ অক্টোরব চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাবর আজমদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।