ভারতীয় ক্রিকেট

যেকোনো ভূমিকায় ভারতের ক্রিকেটে যুক্ত থাকতে চান হরভজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:21 শনিবার, 09 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের পর ভারতের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান হরভজন সিং। বিশ্বকাপজয়ী এই স্পিনার ভারতের ক্রিকেটের কোচ, মেন্টর বা যেকোনো ভূমিকায় নিজেকে দেখতে চান।

আইপিএলের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে আসছেন হরভজন। মুম্বাই ইন্ডিয়ান্সের 'ঘরের ছেলে' হয়েছিলেন তিনি। দলটির হয়ে দারুণ সব কৃতিত্ব আছে তার।

এরপর চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন হরভজন। সেখানে অল্প সময় খেললেও অনবদ্য ছিল তার পারফরম্যান্স। ক্যারিয়ারের সায়াহ্নে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন তিনি। কলকাতার হয়ে তিন ম্যাচ খেললেও উইকেট পাওয়া হয়নি তার।

নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় হরভজন বলেন, 'জানি না, সামনে খেলব কিনা। তবে কলকাতার হয়ে আমি আমার সময় উপভোগ করছি। আমার জীবনে ক্রিকেটই সবচেয়ে বড় কিছু। ভারতের ক্রিকেটে আমি যেকোনো উপায়ে থাকতে চাই। কোচ বা মেন্টর হিসেবে থেকে দলকে সাহায্য করতে পারলেও আমি অনেক খুশি।'

ভারতের হয়ে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন হরভজন। টেস্টে ১০৩ ম্যাচে ৪১৭টি এবং ওয়ানডেতে ২৩৬ ম্যাচে ২৬৯টি উইকেট নিয়েছেন নিজ সময়ের অন্যতম সেরা এই ভারতীয় স্পিনার।

আইপিএলে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৬৩টি ম্যাচ খেলা হয়েছে হরভজনের। ৭.০৭ ইকনোমি রেট এবং ২৬.৮৬ গড়ে ১৫০টি উইকেট নিয়েছেন তিনি।