অ্যাশেজ সিরিজ

শর্তসাপেক্ষে অ্যাশেজ খেলতে রাজি ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:34 শনিবার, 09 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ আয়োজন করবে অস্ট্রেলিয়া। সিরিজটি মাঠে গড়ানোর আগে অস্ট্রেলিয়া সরকারের কোভিড-১৯ সংক্রান্ত বেশ কয়েকটি নীতিমালার বিপক্ষে দ্বিমত পোষণ করেছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও বহু জলঘোলা হওয়ার পর শেষ পর্যন্ত অ্যাশেজ সফরের ব্যাপারে রাজি হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অ্যাশেজ সিরিজে অংশ নিতে পরিবারের সদস্যদের ছাড়াই ইংলিশ ক্রিকেটারদের সফরে আসতে হবে বলে জানিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। এর পরপরই অস্ট্রেলিয়া সফরে অনাগ্রহের কথা জানিয়েছিলেন বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটার। এ কারণে অ্যাশেজ সিরিজ মাঠে গড়ানো নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল।

যদিও সিরিজটি সফলভাবে আয়োজন করতে শেষ পর্যন্ত নিজেদের কঠোর অবস্থান থেকে সরে আসতে শুরু করেছে অস্ট্রেলিয়া সরকার। ইসিবিও কিছুটা নমনীয় হয়েছে। যদিও বেশ কিছু কড়া শর্ত রয়ে গেছে তাদের।

এক বিবৃতিতে ইসিবি জানায়, 'এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে এবং স্কোয়াড নির্বাচন নিয়ে আলোচনা করতে ইসিবি আজ সভা করেছে। তারা অ্যাশেজে খেলতে যাওয়ার ব্যাপারে রাজি।'

ইসিবি আরও জানায়, 'ভ্রমণ করার আগে আমরা আরও কিছু কড়া শর্ত দেখব। সেভাবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আমরা সব ধরনের সাহায্য চাই। এই ব্যাপারগুলো মিটিয়ে নিতে চাই।'

আগামি ৮ ডিসেম্বর শুরু হওয়ার কথা অ্যাশেজ। ২০১৯ সালে শেষবারের অ্যাশেজে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।