Connect with us

আইপিএল

রান বন্যার ম্যাচ জিতেও প্লে অফে যাওয়া হলো না মুম্বাইয়ের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফে যেতে হলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৫০ এর বেশি রান করে অন্তত ১৭১ রানে ম্যাচ জিততে হতো মুম্বাই ইন্ডিয়ান্সকে। সেই লক্ষ্যে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী ছিল মুম্বাই। প্রায় আড়াই শ ছুঁই ছুঁই, ২৩৫ রান স্কোরবোর্ডেও তোলে তারা। তবুও শেষরক্ষা হয়নি।

আসরে সবার আগে বাদ পড়া হায়দরাবাদ এ দিন সংগ্রহ করে আট উইকেটে ১৯৩ রান। মুম্বাই ম্যাচটি জিতে ৪২ রানে। আর তাই, নেট রান রেটে এগিয়ে থেকে শেষ চারে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গী কলকাতা নাইট রাইডার্স।

ম্যাচটিতে অবশ্য পরে ব্যাটিং করলে শুরুতেই বাদ হয়ে যেত মুম্বাই। সেক্ষেত্রে ভাগ্য সহায়তা করেছে রোহিত শর্মাদের। টস জিতে আগেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা।

এ দিন ব্যাটিং বিস্ফোরণ ঘটান মুম্বাইয়ের উইকেটরক্ষক ইশান কিশান ও সূর্যকুমার যাদব। কিশান ৩২ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ৮৪ রান করেন। সূর্যকুমার ৪০ বলে ১৩টি চার ও তিনটি ছক্কায় ৮২ রান করেন।

হায়দরাবাদের হয়ে ৫২ রান খরচায় চার উইকেট নেন জেসন হোল্ডার। জবাবে ব্যাটিংয়ে নেমে জেসন রয়ের ২১ বলে ৩৪, অভিষেক শর্মার ১৬ বলে ৩৩, কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে নামা মানিস পান্ডের ৪১ বলে ৬৯* ও প্রিয়ম গার্গের ২১ বলে ২৯ রানের সুবাদে দুই শ ছুঁই ছুঁই স্কোর দাড় করায় হায়দরাবাদ।

ম্যাচ হারলেও মুম্বাইয়ে প্লে অফ বঞ্চিত করেই মাঠ ছাড়ে তারা। জসপ্রিত বুমরাহ, নাথান কোল্টার-নাইল ও জেমস নিশাম দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

মুম্বাই ইন্ডিয়ান্স: ২৩৫/৯ (২০ ওভার)
(ইশান ৮৪, সূর্যকুমার ৮২; হোল্ডার ৪/৫২)

সানরাইজার্স হায়দরাবাদ: ১৯৩/৮ (২০ ওভার)
(মানিস ৬৯*, জেসন ৩৪; নিশাম ২/২৮)

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন