টি-টোয়েন্টি বিশ্বকাপ

সোহানের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছেন শামীম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:25 শনিবার, 09 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

৬০ রানের বড় জয়ে ওমানে নিজেদের প্রস্তুতি সারলো বাংলাদেশ। ওমান 'এ' দলের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান তুলে বাংলাদেশ। জবাবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৭ এর বেশি করতে পারেনি স্বাগতিকরা। 

অধিনায়ক মাহমুদউল্লাহর কাঁধে অস্বস্তির কারণে এই ম্যাচে নেতৃত্বভার পেয়েছিলেন লিটন দাস। ব্যাট হাতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৬ চার, ১ ছক্কায় ৩৩ বলে ৫৩ রান। আরেক ওপেনার নাইম শেখ করেন ৫৩ বলে ৬৩। মূলত ওপেনিং জুটিতেই আসে শতরান।

এরপর বল হাতে শরিফুল ৩টি ও সাইফউদ্দিন ২টি উইকেট নিয়ে নিজেদের প্রস্তুতি সেরেছেন। ম্যাচ শেষে ভিডিও বার্তায় নিজেদের প্রস্তুতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ দিকে এসে নুরুল হাসান সোহান ৭ ছক্কায় মাত্র ১৫ বলে ৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

শামীমও ১২ বলে ১৯ করে তার করে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। শামীম জানিয়েছেন সোহানের সঙ্গে ব্যাটিং তিনি দারুণ উপভোগ করেছেন। তিনি বলেন, 'প্রথমে আমাদের শুরুটা অনেক ভাল ছিল নাঈম আর লিটন ভাই দারুণ খেলেছেন। শেষ দিকে সোহান ভাইয়ের সঙ্গে খেলেছি, অনেক ভাল লেগেছে।'

ওমানের মাটিতে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। এই অচেনা কন্ডিশনেই বাংলাদেশকে খেলতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার। শামীম মনে করেন ম্যাচ খেলেই এই কন্ডিশনে মানিয়ে নিতে হবে তাদের। তিনি বলেন, 'আমরা একটা নতুন কন্ডিশনে এসেছি। যত ম্যাচ খেলতে পারব ততই আমাদের জন্য ভাল। আর রাতের ম্যাচ হওয়াতেও ভাল হয়েছে। ব্যাটসম্যানরা সবাই ভাল করেছে।'

বাংলাদেশ দলে শামীমের ভূমিকা ফিনিশার। নিচের দিকে নেমে দ্রুত রান তুলতে হবে তাকে। সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান তিনি। শামীম বলেন, 'আমি সুযোগ পাব কমই। বেশিরভাগ সময়ে হয়ত ১৫ ওভারের পর নামতে হবে। আমার ভূমিকাটা থাকে ফিনিশ করার। সেই কাজটাই করতে চাই।'