Connect with us

আইপিএল

ধোনির ব্যাটিং দেখে হতাশ পাঠান


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিয়ারের শুরু থেকেই মারমুখী ব্যাটিংয়ের কারণে বিশ্বজুড়ে ‘মিস্টার ফিনিশার’ হিসেবে সমাদৃত মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের অনেক কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে দলকে জেতানোর সামর্থ্য রাখেন তিনি। তবে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বড় ইনিংস খেলতে বরাবরই ব্যর্থ হচ্ছেন ধোনি। আর তার এমন ব্যাটিংয়ে যথারীতি হতাশ ইরফান পাঠান।

চলমান আইপিএলে ১৪ ম্যাচে ১৩.৭১ গড়ে মোটে ৯৬ রান করেছেন ধোনি। এই ম্যাচগুলোতে তার ব্যাটিং স্ট্রাইকরেট ৯৫.০৪। পুরো আসরে দুটি ছয় ও নয়টি চার মিলিয়ে বাউন্ডারি হাঁকিয়েছেন ১১টি। যা তার নামের পাশে বেশ বেমানান।

সাম্প্রতিক ম্যাচগুলোতে গুগলি ডেলিভারিতে বেশ হিমশিম খেয়েছেন ধোনি। কলকাতার বরুন চক্রবর্তীর গুগলিতে আউট হওয়ার পাশাপাশি পাঞ্জাবের রাভি বিষ্ণইকেও উইকেট দিয়েছেন তিনি। তাই গুগলি ডেলিভারিতে ধোনির ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনা করেছেন ইরফান।

এ প্রসঙ্গে ইরফান বলেন, 'ওকে এভাবে ব্যাট করতে দেখা খুবই হতাশাজনক। আপনি যদি ফাস্ট বোলারদের বিপক্ষে আউট হন তখন বল বোঝা যায় কিন্তু ধোনি গুগলি বুঝতে পারছে না। এটা বারবার হচ্ছে। এমন নয় যে এটি প্রথমবার ঘটেছে। বরুণ চক্রবর্তীর বিপক্ষেও সে গুগলিতে আউট হয়েছিল।’

গুগলি ডেভিভারি খেলার সময় ধোনির ব্যাট চালানোতে সমস্যা রয়েছে বলে মনে করছেন ইরফান। তাই ব্যাটিংয়ের সময় ধোনিকে সতর্কভাবে দুই হাত ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

ভারতের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘এর আগেও বল যখন স্ট্যাম্প বরাবর এসেছে তখন সে হাত নাড়ানোর তেমন সুযোগ পায়নি আর সেখানেই সমস্যাটা ঘটছে। এখানে আবার অফ স্টাম্পের বাইরে থেকে বল স্ট্যাম্পের দিকে ঢুকছিল। একটি বল ওর ব্যাটের কানায় লেগে এজ হয়েছিল। যখন আপনি নীচের হাতটি অনেক বেশি ব্যবহার করবেন তখন এমনটি ঘটে থাকে।’

সর্বশেষ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

শারজাহতে মিরপুর দেখছেন ডমিঙ্গো

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোমাঞ্চ ছড়িয়ে জিতল অস্ট্রেলিয়া

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোহিত-রিজওয়ানরাই ব্যবধান গড়ে দেবে: ইউনিস

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত রহস্য স্পিনার থিকশানা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশকে স্পিন আক্রমণে কাবু করতে চান শানাকা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

দ্রাবিড়ের কোচ হওয়ার সংবাদ পত্রিকায় পড়েছি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলেন তামিম

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

আমি ছাড়া আর প্রশ্ন তুলবেই বা কে, মাহমুদউল্লাহ ইস্যুতে পাপন

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

অধিনায়কত্ব ছাড়তে কোহলিকে চাপ দেয়া হয়নি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টির সেরা বোলার বুমরাহ: আমির

আর্কাইভ

বিজ্ঞাপন