আইপিএল

রাসেল বোলিং না করলে সাকিবকে খেলাও: গম্ভীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:14 শুক্রবার, 08 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

হ্যামস্ট্রিং চোটে পড়ায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষ চার ম্যাচে মাঠে নামতে পারেননি আন্দ্রে রাসেল। সেই চোট কাটিয়ে খুব শীঘ্রই কলকাতার একাদশে ফিরতে যাচ্ছেন তিনি। তবে একাদশে ফিরলেও সতর্কতা হিসেবে রাসেল আপাতত বোলিং করবেন না বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। আর রাসেল বোলিং করতে না পারলে তাকে একাদশে রাখার পক্ষে নন গৌতম গম্ভীর।

সেক্ষেত্রে রাসেলকে বসিয়ে সাকিব আল হাসানকে খেলাতে কলকাতার অধিনায়ক ইয়ন মরগানের প্রতি পরামর্শ রেখেছেন তিনি। সাকিবকে খেলিয়ে কলকাতা দলীয় পারফরম্যান্সের সামঞ্জস্যতা বজায় রাখতে পারেন বলেন মত দিয়েছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে কলকাতার হয়ে কেবল দুই ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। আর প্রথম পর্বে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মোটে তিনটি। রাসেল চোটে পড়ার পরও সাকিবকে তেমন সুযোগ না দেওয়ায় কলকাতাকে কিছুটা কটাক্ষ করেছেন তিনি।

এ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘না, সে (রাসেল) যদি বোলিং না করে, তাকে একাদশে মানায় না। সাকিব কি ভুল করেছে? আমার বলব, যদি রাসেল ফিট থাকে এবং ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে দলকে সার্ভিস দিতে পারে তাহলে আমি ওকেই বেছে নেব। কিন্তু যদি সে বলে যে সে শুধু ব্যাটিং করতে পারবে এবং বোলিং করতে পারবে না তাহলে আমি সম্ভবত সাকিবকে খেলাব। কারণ বেঙ্গালুরুর মতো ব্যাটিং লাইনআপের বিপক্ষে ষষ্ঠ বোলিংয়ের বিকল্প দরকার।’

বিগত ম্যাচগুলোতে নিতিশ রানা ও ভেঙ্কেটেস আইয়ারকে দিয়ে বোলিং করিয়েছে কলকাতা। খণ্ডকালীন বোলারদের দিয়ে বোলিং আক্রমণ সমৃদ্ধ হয় না বলে মনে করেন গম্ভীর। তাই এলিমিনেটর ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বোলিং আক্রমণ শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তিনি।

কলকাতাকে দুটি শিরোপা জেতানো এই অধিনায়ক বলেন, ‘আপনি চার বা পাঁচজন বোলারের দলে নিতিশ রানা এবং ভেঙ্কটেস আইয়ারের মতো খণ্ডকালীন বোলারকে রাখতে পারেন না। আপনি ভুল পথে হাঁটছেন এবং আপনি এমনটি কখনোই চাইবেন না, বিশেষত প্লে অফ ম্যাচে।’