Connect with us

আইপিএল

বিশ্বকাপে ডট বলেই মনোযোগ নাসুমের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশি সংখ্যক ডট বল দেয়াই মূল পরিকল্পনা নাসুম আহমেদের। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের কারণে দারুণ আত্মবিশ্বাসী এই বাঁহাতি স্পিনার।

অস্ট্রেলিয়া সিরিজে আট উইকেট নেন নাসুম। কার্যকরী ঘূর্ণিতে নিউজিল্যান্ড সিরিজেও সমান সংখ্যক উইকেট নেন তিনি। এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জেতাতে দারুণ ভূমিকা পালন করেন তিনি।

সবচেয়ে বেশি আলোচনায় ছিল নাসুমের ইকোনমি রেট। শেষ দশ ম্যাচের মাত্র দুটি ম্যাচে ওভার প্রতি ছ'য়ের উপরে রান দেন তিনি। বাকি ম্যাচগুলোতে পাঁচের নিচেই ছিল তার ইকোনমি রেট।

ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে নাসুম বলেন, 'আমার একটাই ভাবনা, আমার স্পেলে যেন সাত আটটা বল ডট দিতে পারি। আমার এটাই লক্ষ্য। আমি এত কিছু নিয়ে চিন্তাও করি না। আমার একটাই চিন্তা ডট বল করা। এখন ডট বলের জন্য কী করা লাগবে ওটাই প্রয়োগ করব মাঠে ব্যাটসম্যানদের বিপক্ষে।'

নাসুম আরও বলেন, 'পারফর্ম যেকোনো জায়গায় করলে পরের ধাপের জন্য ভালো হয়। আমি প্রত্যেকটা ম্যাচই মনে করি আজকে পারফর্ম করলে কালকেরটা আরও ভালো হবে। ওই দুইটা সিরিজ খুব ভালো করেছি, দলের জন্য কিছু করতে পেরেছি। অবশ্যই এটা বিশ্বকাপে খুব ভালো সমর্থন ও আত্মবিশ্বাস দেবে।'

অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন নাসুম।

নিজের অনুভুতি জানাতে গিয়ে ২৬ বছর বয়সী এই স্পিনার আরও বলেন, 'আমি এখনো বুঝে উঠতে পারছি না জিনিসটা আসলে। হয়তো এটা অনেক সম্মানের বিষয়, আলহামদুলিল্লাহ। শেষ সিরিজগুলো ভালো খেলেছি, হয়তো তার পুরস্কার।'

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন