আইপিএল

কোহলির নজর কেড়েছেন উমরান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:54 বৃহস্পতিবার, 07 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবমিলিয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন উমরান মালিক। আর তাতেই বাজিমাত এই তরুণ পেসারের। গতির অসাধারণ ঝলকে ভারতের অধিনায়ক বিরাট কোহলির নজর কেড়েছেন এই তরুণ পেসার।

এবারের আসরে কলকাতার বিপক্ষে আইপিএল অভিষেক হয় উমরানের। সেই ম্যাচে ভালো বোলিং করলেও উইকেট পাননি তিনি। তবে পরের ম্যাচেই নিজের জাত ছিনিয়েছেন এই ডানহাতি পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ২২ রানে নিয়েছেন এক উইকেট। যেখানে তার ইকোনোমি ছিল ৪.২০।

গতি আর সঠিক লাইন লেন্থে বোলিং করে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন উমরান। বেঙ্গালুরুর বিপক্ষে সর্বশেষ ম্যাচে কোহলি, এবিডি ভিলিয়ার্সদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের ভরকে দিয়েছেন গতি দিয়ে। এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ গতিতে (ঘণ্টায় ১৫২.৯৫ কিমি বেগে) বোলিং করার রেকর্ডও তার দখলে।

কোহলি বলেন, ‘উমরানের মতো একজন পেসার ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক। তার মতো একজন প্রতিভাবান পেসারের উপর সবারই নজর থাকবে। তাই তার উচিত নিজের সেরাটা দিয়ে পারফর্ম করা।’

তিনি আরও বলেন, ‘আইপিএল থেকে প্রতি বছরই বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে। উমরানকে ১৫০ কিমি বেগে বোলিং করতে দেখে ভালো লাগছে। সামনে তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।’

গত দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার ছিলেন উমরান। তাই অনেক দিন থেকেই তাকে খুব কাছ থেকে দেখেছেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘উমরান সত্যিই অনন্য। দুই বছর ধরে সে দলের নেট বোলার ছিল এবং এবার একাদশে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করেছে। এটা তার কাছে প্রত্যাশিত ছিল।’