আইপিএল

রাহুলের বিধ্বংসী ইনিংসে উড়ে গেল চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:05 বৃহস্পতিবার, 07 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লোকেশ রাহুলের বিধ্বংসী ইনিংসে চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিয়েছে পাঞ্জাব কিংস। চেন্নাইকে হারানোর পরেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফে যাওয়াটা কিছুটা কষ্টসাধ্য পাঞ্জাবের জন্য।

১৪ ম্যাচে ছয়টি জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে তারা। চার নম্বরে আছে এক ম্যাচ কম খেলা কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের সমান সংখ্যক ম্যাচ জিতলেও তাদের রান রেট বেশি।

১৩ ম্যাচে পাঞ্জাবের মতই ১২ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় ছয় নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। সমান ম্যাচে পাঁচ জয় ও দশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে রাজস্থান রয়্যালস।

কলকাতা যদি তাদের শেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে অনেক বড় ব্যবধানে হারে, তাহলেই নেট রান রেট বিবেচনায় শেষ চারে যেতে পারে তারা। তবে মুম্বাই ইন্ডিয়ান্স যদি তাদের শেষ ম্যাচে জিতে, তাহলে পাঞ্জাবের প্লে অফে যাওয়া হবে না।

চেন্নাইয়ের ছুঁড়ে দেয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের অধিনায়ক রাহুল একাই অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেন। ৪২ বলে খেলা এই ইনিংসে ছিল সাতটি চার ও আটটি ছক্কার মার।

এ ছাড়া অ্যাইডেন মার্করাম ১৩ ও মায়াঙ্ক আগারওয়াল ১২ রান করেন। চেন্নাইয়ের হয়ে শার্দুল ঠাকুর ২৮ রান খরচায় তিন উইকেট নেন। পাঞ্জাব ম্যাচটি জিতেছে ছয় উইকেট ও পুরো সাত ওভার হাতে রেখে।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নামা চেন্নাই শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দলটির হয়ে একপাশ আগলে রেখেছেন কেবল ফাফ ডু প্লেসি।

ডু প্লেসির ব্যাটে আসে ৫৫ বলে ৭৬ রান। এ ছাড়া রবীন্দ্র জাদেজা ১৫*, মহেন্দ্র সিং ধোনি ১২ ও রুতুরাজ গায়কোয়াড় ১২ রান করেন। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন আর্শদিপ সিং ও ক্রিস জর্ডান।

সংক্ষিপ্ত স্কোর:

চেন্নাই সুপার কিংস: ১৩৪/৬ (২০ ওভার)
(ডু প্লেসি ৭৬; জর্ডান ২/২০, আর্শদিপ ২/৩৫)

পাঞ্জাব কিংস: ১৩৯/৪ (১৩ ওভার)
(রাহুল ৯৮*; শার্দুল ৩/২৮)