বিসিবি নির্বাচন

সুজন আমার চেয়েও জনপ্রিয়: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:31 বৃহস্পতিবার, 07 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ক্যাটাগরি-২ এর ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। এরপর কাউন্সিলরদের ভোটে টানা চতুর্থবারের মতো বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

আবারও বিসিবির মসনদে বসার দিন সংবাদ সম্মেলনে আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজনকে প্রশংসায় ভাসিয়েছেন পাপন। বিসিবি সভাপতি মনে করেন তার চেয়েও বেশি জনপ্রিয় সুজন।

ক্যাটাগরি-৩ থেকে নাজমুল আবেদীন ফাহিমকে ৩৭-৩ ভোটের ব্যবধানে হারিয়ে বিসিবির নির্বাচনে জয় পেয়েছেন সুজন। যদিও ফাহিমের হারার পেছনে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগের ঘাটতিকে দায়ী মনে করছেন পাপন।

তিনি বলেছেন, 'আমার ধারণা ওরা হোমওয়ার্ক ছাড়া নেমেছে। সেটা ওরা করতে পারেনি, কাউন্সিলরদের কাছে যাওয়ারও সময় পাননি। ফাহিম ভাই পারেননি। কখন করবেন ওখানে তো অনেকগুলো ভোট এবং তার প্রতিদ্বন্দ্বীকে কি হালকা মনে করেন…খালেদ মাহমুদ সুজন।'

বিসিবি নবনির্বাচিত সভাপতি মনে করেন ফাহিম ভুল জায়গায় নির্বাচনে দাঁড়িয়েছেন। অন্য কোনো ক্যাটাগরিতে তিনি দাঁড়ালে জয়ের সম্ভাবনা ছিল বলেও মনে করেন পাপন।

তিনি বলেন, 'আমার তো মনে হয় সে আমার চেয়েও পপুলার। বুঝতে হবে। মানে সে (ফাহিম) ভুল জায়গায় দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে দাঁড়ালে ভুল, একটু পরিকল্পিত ভাবে করলে ভালো হতো।'