ভারতীয় ক্রিকেট

শাস্ত্রীর পথে হাঁটলেন কোহলিদের ট্রেনারও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:51 বৃহস্পতিবার, 07 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের ট্রেনারের পদ থেকে চাকরি ছাড়ছেন নিক ওয়েব। ভারতের সঙ্গে নতুন চুক্তি নবায়ন করবেন না বলে ইতোমধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছেন তিনি। তাতে বিরাট কোহলিদের স্ট্রেংথ ও কন্ডিশনিং ট্রেনার হিসেবে ওয়েবের দুই বছরের পথচলা আর দীর্ঘায়িত হচ্ছে না।

বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি না বাড়ানোর কারণ হিসেবে করোনা মহামারী পরিস্থিতিকে উল্লেখ করেছেন ওয়েব। বাইরের দেশ থেকে নিউজিল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে কঠোর কোয়ারেন্টাইন নীতিমালা অনুসরণ করতে হয়। সেই ঝামেলা এড়ানোর পাশাপাশি পরিবারের সদস্যদের সময় দিতেও চুক্তি নবায়ন করছেন না তিনি।

এ প্রসঙ্গে ওয়েব বলেন, ‘সম্প্রতি আমি বিসিসিআইকে জানিয়ে দিয়েছি যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করব না। এটি সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু শেষ পর্যন্ত প্রথমে আমাকে পরিবারকেই গুরুত্ব দিতে হবে। নিউজিল্যান্ডের নাগরিকদের দেশে প্রবেশ করার ব্যাপারে বর্তমান বিধিনিষেধই চুক্তি না বাড়ানো প্রাথমিক কারণ।’

ভবিষ্যতে নিউজিল্যান্ডে প্রবেশের ব্যাপারে নিয়ম-কানুনে শিথিলতা আসার সম্ভাবনা থাকলেও ঝুঁকি নিতে রাজি নন ওয়েব। পরিবারের সদস্যদের কাছ থেকে দীর্ঘ সময় দূরে থাকতে চান না তিনি। তাই আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে শেষ হবে সেই অপেক্ষোয় রয়েছেন তিনি।

ওয়েবের ভাষ্য, ‘যদিও ভবিষ্যতে এই বিধিনিষেধগুলো সহজ হতে পারে। তবে ৫ থেকে ৮ মাসের সম্ভাব্য সময় পরিবারের থেকে দূরে থাকা আমার জন্য কঠিন হয়ে পড়েছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত আমার মধ্যে অস্থিরতা কাজ করছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রবি শাস্ত্রী। বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি নবানয় করতে অনীহা প্রকাশ করেছেন কোচিং স্টাফের বাকি সদস্যরাও। তবে ভারতের পরবর্তী কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন রাহুল দ্রাবিড়।