আইপিএল

ম্যাক্সওয়েলের উইকেই ম্যাচের মোড় বদলে দিয়েছে : হেসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:49 বৃহস্পতিবার, 07 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত বুধবার (৭ অক্টোবর) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান প্রয়োজন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু সে সমীকরণ মেলাতে পারেনি বিরাট কোহলির দল। মাইক হেসন বলছেন শেষ, ওভার নয়, ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট।

১৩৮ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ইনিংসজুড়েই ধুকেছে বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। তবে এদিন একমাত্র ব্যাতিক্রম ছিলেন ম্যাক্সওয়েল। এই অলরাউন্ডার উইকেটে গিয়ে শুরু থেকেই শট খেলেছেন এবং সফলও ছিলেন। শেষ পর্যন্ত ২৫ বলে ৪০ রান করে আউট হয়েছেন তিনি।

তার প্যাভিলিয়নে ফেরাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল এবং এই জায়গাতেই ম্যাচে পিছিয়ে পড়েছিল তার দল। তিনি শেষ পর্যন্ত উইকেটে থাকলে ফলাফল অন্যরকম হতে পারতো এমনটাই মনে করেন দলটির প্রধান কোচ।

হেসন বলেন, ‘একমাত্র ম্যাক্সওয়েল এই উইকেটে নিজেকে মানিয়ে নিতে পেরছিল তাই সে যতক্ষণ উইকেটে ছিল অনায়সেই ওভারে ১০ রানের মতো করে আসছিল। ম্যাক্সোয়েলকে ম্যাচ শেষ করে আসার দরকার ছিল, তার উইকেট ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এখানেই ম্যাচের মোড় ঘুড়ে গিয়েছিল এবং আমরা অনেকটাই পিছিয়ে পড়েছিলাম।’

এদিন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দেবদূত পাডিকাল। বেঙ্গালুরু নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখেছিলেন এই তরুণ ওপেনার। শেষ পর্যন্ত তিনি আউট হয়েছেন ৪১ রান করে।

পাডিকালের ব্যাটিং প্রসঙ্গে হেসন বলেন, ‘সে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছে। এই উইকেটে রান করা খুবই কঠিন ছিল। সে বেশ কিছু ডট বল খেলছিল এবং দ্বিতীয় টাইম আউটের পর পাডিকালকে বলছিলাম হাত খুলে খেলতে, যাতে নতুন ব্যাটসম্যানরা চাপে না পড়ে।’