আইপিএল

সামাদকে চারে খেলানোর পরামর্শ গম্ভীরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:38 বুধবার, 06 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন আব্দুল সামাদ। লোয়র মিডল অর্ডারে ব্যাট করে সফল এই হার্ডহিটার ব্যাটসম্যান। গৌতম গম্ভীর বলছেন, সামাদকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে চার নম্বরে খেলানো উচিত।

এবারের আসরে দল হিসেবে সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। এখনও পর্যন্ত ১২ ম্যাচে কেন উইলিয়ামসনদের জয় মাত্র দুইটিতে। পয়েন্ট তালিকায়ও অবস্থান একেবারে তলানিতে। তাদের এমন বাজে পারফরম্যান্সের বড় কারণ ব্যাটিং ব্যর্থতা।

বিশেষ করে তাদের টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। যে কারণে ডেভিড ওয়ার্নার বা মানিশ পান্ডের মতো অভিজ্ঞদের একাদশের বাইরে রেখে দল সাজাতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাতেও সুবিধা করতে পারছে না দল। তাই সামাদকে চার নম্বরে ব্যাট করানোর পরামর্শ দিয়েছেন গম্ভীর।

ভারতের সাবেক এই ওপেনার হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিয়ে বলেন, ‘ টিম ম্যানেজমেন্টের উচিত সামাদকে চার নম্বরে প্রমোশন দেওয়া এবং লম্বা সময়ের জন্য ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া।’

২০২০ সালে প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পান সামাদ। অভিষেক আসরেই তিনি সবার নজর কেড়েছিলেন তার পাওয়ার হিটিং দিয়ে। সেবার ১২ ম্যাচে ২২.২০ গড়ে করেছিলেন ১১১ রান। তবে তার ১৭০.৭৬ স্ট্রাইকরেট ছিল চোখে পড়ার মতো।

এবারের আসরে ৯ ম্যাচে করেছেন ১০৮ রান। যেখানে তার গড় ১৫.৪২ আর স্ট্রাইকরেট ১৩৩.৩৩। গত আসরের সেই ফর্ম ধরে রাখতে না পারলেও, তার ব্যাটিং সামর্থ্যে আস্থা রাখতে বলছেন গম্ভীর।