অস্ট্রেলিয়া ক্রিকেট

অস্ট্রেলিয়া ফর্মে থাকলে হারানো কঠিন হবে: ফিঞ্চ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:15 বুধবার, 06 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিজেদের সেরা ফর্মে থাকলে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এমন হুংকার দিলেন অ্যারন ফিঞ্চ। নিজ দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে দলীয় কম্বিনেশনে সমন্বয় নেই অস্ট্রেলিয়ার। অধিনায়ক ফিঞ্চ নিজেই ইনজুরি থেকে ফিরে এসেছেন। দলটির অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার ফর্মে না থাকায় চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আর সুযোগ পাচ্ছেন না।

এ ছাড়া দলটির আরেক গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান স্টিভ স্মিথও আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে খেলার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। অলরাউন্ডার মার্কাস স্টইনিসও ভুগছেন ইনজুরিতে। সবমিলিয়ে দলীয় কম্বিনেশন নড়বড়ে হওয়ার পরেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না ফিঞ্চ।

তিনি বলেন, 'শেষ ১৮ মাসে আমরা অনেক পরিশ্রম করেছি, আমরা বেশ আত্মবিশ্বাসী। আমি জানি, যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি, তাহলে আমাদের হারানো কষ্ট হয়ে যাবে। আমাদের শুধু সঠিক সময়ে আমাদের সেরাটা দিতে পারি।'

তিনি আরও বলেন, 'আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমাদের ক্রিকেটাররা ইনজুরির অনেক ধকল কাটিয়ে দলে এসেছে। তারা অনেক পথ পাড়ি দিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি যে আমরা একটি শক্তিশালী দল পেয়েছি। এখন আমরা বিশ্বকাপ জিততে পারব।'

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে খেলার আগে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

রিজার্ভ: ড্যান ক্রিস্টিয়ান, ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস।