আইপিএল

আইপিএলে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানোর দাবি আকাশের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:53 বুধবার, 06 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসর থেকেই চারজন করে বিদেশি ক্রিকেটার খেলিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ আইপিএলের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে আইপিএলকে আরো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে পরিণত করতে প্রতিটি দলে পাঁচজন করে বিদেশি খেলানোর পক্ষে মতামত জানিয়েছেন আকাশ চোপড়া।

চলমান আইপিএলে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিগত কয়েক মৌসুমে ঘুরে ফিরে এ দলগুলোকেই প্লে-অফ নিশ্চিত করতে দেখা গেছে। অন্যদিকে বাকি দলগুলোকে প্লে-অফের টিকিট কাটতে বেশ বেগ পেতে হচ্ছে।

মূলত দলের ক্রিকেটাররা ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় অনেক সময় দলীয় পারফরম্যান্সে ভাটা পড়ছে বলে মনে করছেন আকাশ। সেক্ষেত্রে দলে অতিরিক্ত একজন বিদেশি ক্রিকেটার খেলানো গেলে দলের পারফরম্যান্সে উন্নতি করা সম্ভব। তেমনটি না হলে আগামী মৌসুমে দলগুলোকে আরো ভুগতে হবে বলে দাবি করেছেন তিনি।

এ প্রসঙ্গে আকাশ বলেন, 'এটি একটি সমস্যা হতে চলেছে...কারণ চেন্নাই, মুম্বাই, দিল্লি এবং বেঙ্গালুরু কাগজে-কলমে এখন ভাল দল হিসেবে বিবেচিত হয় এবং তারা সব সময় শীর্ষে থাকে। তবে বাকিদের ধারাবাহিকভাবে সংগ্রাম করতে দেখা যায়। পর্যাপ্ত মানসম্পন্ন খেলোয়াড়দের অর্ন্তভুক্তির স্বল্পতার কারণে এমনটি হতে পারে। যদি চার বিদেশি খেলোয়াড় এবং সাতজন ভারতীয় খেলোয়াড় দলের মধ্যে মান বজায় রাখতে সাহায্য করতে না পারে তাহলে যখন দশটি দল খেলবে তখন কি হবে?’

তাই পাঁচজন বিদেশি ক্রিকেটারকে খেলানোর অনুমতি দিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এই বিষয়টি আইপিএলের ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও মনে করছেন তিনি।

জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘আমি বিশ্বাস করি প্রতিটি দলে পাঁচজন করে বিদেশি খেলোয়াড় কিনতে বিসিসিআইয়ের প্রবলভাবে জোর দেওয়া উচিত। এতে করে প্রতি দলে ১০ থেকে ১১ জন বিদেশি ক্রিকেটার থাকবে। এরপর যার ইচ্ছা দলে পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলাবে আর যার নয়তো খেলাবে না। এতে তেমন কোনো সমস্যা দেখছি না।’