টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাই পর্ব বাতিলের খুব কাছাকাছি ছিল ওমান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:43 বুধবার, 06 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘূর্ণিঝড় শাহীনের কারণে বিপর্যস্ত ওমান। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব বাতিলের প্রস্তুতি নিয়ে রেখছিল দেশটি। এমনটাই জানিয়েছেন ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজি।

বার্তা সংস্থা রয়েটার্সকে তিনি জানিয়েছেন, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব বাতিলের খুব কাছাকাছি ছিলেন। যদিও ঘূর্ণিঝড়টি দেশটির খুব বেশি ক্ষতি করতে পারেনি।

ওমানের রাজধানী মাসকাটের আল আমিরাতে হওয়ার কথা বাছাই পর্বের 'বি' গ্রুপের ছয়টি ম্যাচ। এর মধ্যে তিনটি ম্যাচেই লড়ার কথা স্বাগতিকদের। এই মাঠের কয়েক নটিক্যাল মাইলের মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল।

এ কারণেই যেকোনো কঠিন সিদ্ধান্তের জন্য তৈরি ছিলেন তারা। ঘূর্ণিঝড় শাহীনের কারণে ওমানে ভূমিধসের পর সারা দেশে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে।

নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেছেন, 'মাত্র কয়েক নটিক্যাল মাইল উত্তরে ঘূর্ণিঝড়টি আঘাত করেছে। এর ফলে সেখানে ভূমিধসের সৃষ্টি হয়েছিল এবং এটি পুরো অঞ্চলটিকে ক্ষতিগ্রস্থ করেছে। এ কারণে সমগ্র সমভূমি জুড়ে প্লাবন হয়েছে। যদি এই এলাকায় এমনটা হতো। আমরা বিশ্বকাপকে বিদায় বলে দিতাম।'

যদিও এখন আর বিশ্বকাপের বাছাই পর্ব আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই বলেই জানিয়েছেন পঙ্কজ। তিনি মনে করেন এই ঘূর্ণিঝড়ের ফলে মাঠের সবুজ ঘাস আর সতেজ হয়েছে।

পঙ্কজের ভাষ্য, 'আমাদের এখানে তিন চার ইঞ্চির মতো বৃষ্টি হয়েছে। এর ফলে মাঠ আরও সবুজ হয়ে উঠেছে। এখন এটি দেখতে আরও সতেজ লাগছে। এটি সমস্ত ময়লা এবং বালি ধুয়ে দিয়েছে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসরটি হওয়ার কথা ছিল ভারতে। যদিও দেশটির করোনা পরিস্থিতির কারণে তা সরিয়ে নেয়া হয় ওমান ও আরব আমিরাতে। ওমানের ক্রিকেট বোর্ড প্রধান মনে করেন এই বিশ্ব আসরের আয়োজনের সুযোগ পাওয়া তাদের জন্য অনেক বড় সম্মানের।