আইপিএল

চাহালকে ভারতের বিশ্বকাপ দলে দেখতে আশাবাদী হরভজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:15 বুধবার, 06 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। কিন্তু সেই দলে জায়গা হয়নি লেগ স্পিনার যুবেন্দ্র চাহালের। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন দীপক চাহার। তবুও চাহালকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে দেখতে আশাবাদী হরভজন সিং।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর হয়ে দারুণ বল করছেন চাহাল। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১২ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। চাহালের এমন পারফরম্যান্সের ভারতের নির্বাচকদের পড়তে হয় ব্যাপক সমালোচনার মুখে।

এর অবশ্য সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে হয় ভারত দলের প্রধান নির্বাচক চেতন শর্মাকে। সে সময় তিনি বলেছিলেন চাহারের গতিকে প্রাধান্য দেয়ার কারণেই চাহালের পরিবর্তে তাকে নেয়া হয়েছে।

চেতন বলেছিলেন, 'যুবেন্দ্র চাহালের নাম আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আমরা চাহালের পরিবর্তে দীপক চাহারকে নিয়েছি, কারণ আমরা চেয়েছিলাম যে একটু জোর গতিতে বল করতে পারে এবং পিচের গতিকে ব্যবহার করতে পারে।'

তার এই কথার পরই ঠাট্টা করতে মশগুল হয়ে পড়েন ভারতের সাবেক ক্রিকেটাররা। যেটি নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি হরভজনও। তবে একই সঙ্গে তিনি আশা ব্যাক্ত করেছেন যে, চাহাল তার সেরাটা অব্যাহত রাখলে বিশ্বকাপ দলে তিনি অন্তভূক্ত হবেন।

টুইটারে হরভজন লেখেন, 'বরাবরের মতোই তুমি (চাহাল) তোমার সেরাটা দেবে। এটা ধরে রাখো এবং নিশ্চিত করবে যে সঠিক গতিতে তুমি বল করছো, খুব ধীর গতিতে নয় ঠিক আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত দলে তোমাকে দেখতে আশাবাদী।'