আইপিএল

আগামী আইপিএলে অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:19 বুধবার, 06 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর নিলামের মাধ্যমে নতুন করে নিজেদের দলকে ঢেলে সাজাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি।

গত আইপিএল চলাকালীন বলেছিলেন, জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটির আরো একটি আসরে খেলতে চান। ভারতের পর সংযুক্ত আরব আমিরাতে চলমান এবারের আইপিএলে ঠিকই চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

যদিও তিনি ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। কিন্তু ৪০ বছর বয়সী ভারতের সাবেক এই অধিনায়ক কবে আইপিএল থেকে অবসর নেবেন তা নিয়ে যেন বিভিন্ন জল্পনা-কল্পনা তার ভক্ত সমর্থকদের মাঝে।

তবে আসন্ন আইপিএলে নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গড়ার সুযোগ পেলেও তিনি যে চেন্নাইয়েই থাকছেন তা নিশ্চিত করেছেন। একই সঙ্গে চেন্নাইয়ের মাঠে এবং তার ভক্ত সমর্থকদের সামনে থেকে আইপিএলকে বিদায় বলতে চান বলেও জানান ধোনি।

চেন্নাইকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'যখন বিদায়ের কথা আসে তখন নিশ্চয়ই আপনি চেন্নাইয়ে বসে সামনাসামনি আমাকে বিদায় জানাতে চাইবেন। আপনি এখনও আমাকে বিদায় জানানোর সুযোগ পাবেন। তবে আশা করি আমরা চেন্নাই আসব এবং সমস্ত ভক্তদের সামনে আমি সেখানে আমার শেষ খেলা খেলব।'

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশ্য ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে ধোনিকে মেন্টরের দায়িত্ব দিয়েছে বোর্ড অফ কন্ট্রল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসআই)। আইপিএল শেষেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।