পাকিস্তান ক্রিকেট

অদ্ভুত কারণে পাকিস্তানের কোচ হতে অনিচ্ছুক আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:54 বুধবার, 06 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিগত কয়েক বছরে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে কাজ করে আসছেন ওয়াসিম আকরাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করিয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সফলতা ধরা দিলেও কখনো পাকিস্তান দলের কোচ হতে ইচ্ছুক নন বলে সাফ জানিয়ে দিয়েছেন ওয়াসিম।

পাকিস্তানের কোচ না হতে চাওয়ার পেছনে চমকপ্রদ কারণ উল্লেখ করেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। পাকিস্তান দল ম্যাচ হারলে কটু কথার পাশাপাশি খুব বাজেভাবে সমালোচনার শিকার হতে হয়। তাছাড়া পাকিস্তান দলের অভ্যন্তরেও কোচদের সঙ্গে ভালো আচরণ করা হয় না বলে উল্লেখ করেছেন তিনি।

এ প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘আমি নির্বোধ নই। আমি মাঝে মাঝে শুনি এবং সোশ্যাল মিডিয়ায় দেখি যে, লোকজন কিভাবে তাদের কোচ ও সিনিয়রদের সঙ্গে খারাপ ব্যবহার করে। কোচ তো মাঠে খেলছে না। কেবলমাত্র খেলোয়াড়েরাই মাঠে খেলে। কোচ কেবলমাত্র পরিকল্পনা দিয়ে খেলোয়াড়দের সাহায্য করে থাকে। সুতরাং দল হেরে গেলে আমি মনে করি না যে কোচ ততটা দায়বদ্ধ, যতটা আমরা তার বিরুদ্ধে অভিযোগ তুলি।’

পাকিস্তান দল খারাপ সময়ের মধ্য দিয়ে গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে কোচদের কঠোরভাবে নিন্দা করা হয়। কেউ খারাপ আচরণ কিংবা কটু কথা শোনালে তা মোটেও মেনে নিতে পারেন না বলে জানিয়েছেন ওয়াসিম। মূলত এসব কারণেই পাকিস্তানের কোচ হতে ভয় পান বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘আমিও বিষয়টিকে (কোচ হতে) ভয় পাই কারণ আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে সহ্য করতে পারি না। আমরা তো সে রকমই হয়ে যাচ্ছি। আমি ভক্তদের পাশাপাশি তাদের উৎসাহ এবং খেলার প্রতি আবেগকে ভালোবাসি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে খারাপ প্রতিক্রিয়া দেখানো হয় সেটাকে নয়। এটা পরিষ্কার করে দেয় আমরা কেমন মানসিকতার। আমি এমনটি অন্য দেশে কখনো ঘটতে দেখিনি।’

শেষ কারণ হিসেবে ওয়াসিম বলেন, ‘আপনি যখন কোচ হবেন বছরে ২০০ থেকে ২৫০ দিন আপনাকে দলের সঙ্গে কাটাতে হবে, যা অনেক সময়ের কাজ। আমি ভাবতেও পারি না পাকিস্তানের বাইরে গিয়ে পরিবারের সদস্যদের ছেড়ে আমি এত কাজ সামলাতে পারব। সে কারণে আমি পিএসএলের বেশিরভাগ খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাই। ওদের সবার কাছে আমার নম্বর রয়েছে যেন ওরা পরামর্শ নিতে পারে।’