টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

চোটের কারণে বরুণের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:48 বুধবার, 06 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মধ্যেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বরুণ চক্রবর্তীর চোট। বর্তমানে হাঁটুর চোটে ভুগছেন এই রহস্যময় স্পিনার। 

যদিও চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। জানা গেছে, এই লেগ স্পিনারকে দিয়ে পুরো চার ওভার বোলিং করাতে ব্যাথানাশক ইনজেকশন ব্যবহার করছে কলকাতার টিম ম্যানেজমেন্ট।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণকে খেলানো হবে কি না সে বিষয়ে বিসিসিআই পর্যালোচনা করছে বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন, ‘বরুণের হাঁটু ভালো অবস্থায় নেই। সে ব্যাথা অনুভব করছে। আমাকে বিশ্বাস করুন যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না থাকত সম্ভবত ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে খেলানোর ঝুঁকি নিত না। শতভাগ ফিট হওয়ার জন্য পরবর্তীতে ওকে ব্যাপক পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সন্নিকটে থাকায় ওর ব্যথা সারাতে মনোযোগ দেয়া হবে।’

বরুণের চোটের বিষয়ে ইতোমধ্যে স্ট্রেন্থ ও কন্ডিশনিং চার্ট তৈরি করেছে কলকাতার টিম ম্যানেজমেন্ট। মূলত চোট থেকে সেরে উঠতে দীর্ঘকালীন পুনর্বাসনের ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমি যতদূর জানি কলকাতার সাপোর্ট স্টাফ বরুণের জন্য একটি স্ট্রেন্থ এবং কন্ডিশনিং চার্ট তৈরি করেছে। যা ওর দীর্ঘ সময়ের চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য করা হয়েছে। তাছাড়া ব্যাথানাশক ইনজেকশনও দেওয়া হচ্ছে যাতে সে খুব বেশি অসুবিধা ছাড়াই চার ওভার বোলিং করতে পারে।’