ইংল্যান্ডের ক্রিকেট

আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে প্রত্যয়ী কারান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 মঙ্গলবার, 05 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পিঠের চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন স্যাম কারান। একই কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের এই অলরাউন্ডারের। তবে খুব শীঘ্রই চোট কাটিয়ে পূর্বের তুলনায় আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন বলে ভক্তদের প্রতি বার্তা দিয়েছেন তিনি।

গত ২ অক্টোবর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে পিঠে ব্যথা অনুভব করেন কারান। এরপর স্ক্যান করানো হলে রিপোর্টে জানা যায় তার চোট বেশ গুরুতর। এতে করে আইপিএল শেষ হওয়ার আগেই ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন তিনি।

হঠাৎ চোটে পড়ায় হতাশা প্রকাশ করে কারান বলেন, ‘আমি দুর্ভাগ্যবশত একটি দু:সংবাদ পেয়েছি যে আমি আইপিএলের বাকি মৌসুম এবং বিশ্বকাপ থেকে ছিটকে গেছি। আমার সব পরিকল্পনা চরমভাবে ভেস্তে গেল, নিঃসন্দেহে চেন্নাইয়ের সঙ্গে চলতি মৌসুমে আমি সময়টা বেশ উপভোগ করছিলাম।’

আইপিএলের দ্বিতীয় পর্বে চেন্নাইয়ের হয়ে দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন কারান। এই দুই ম্যাচেই বল হাতে বেশ খরুচে ছিলেন তিনি। তবে চেন্নাইয়ের ভক্তদের কাছ থেকে সমর্থন পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

তিনি বলেন ‘আমি শুধু চেন্নাই সুপার কিংসের সকল ভক্তদেরকে একটি বিশাল ধন্যবাদ জানাতে চাই। গত দুই মৌসুমে আমি খেলাকালীন তোমাদের সমস্ত সমর্থন আমার ভালো লেগেছে। আশা করি খুব শীঘ্রই তোমাদের সকলের সামনে আমি বোলিং করব এবং ব্যাটিং করব। ততদিনে আমি আরো শক্তিশালী হয়ে ফিরে আসব, শুভকামনা বন্ধুরা।’

চেন্নাই এবারের আইপিএলে শিরোপা ঘরে তুলবে আশা প্রকাশ করে কারান বলেন, ‘ছেলেরা খুব ভালো করছে। এই আশা এখনও অস্ত যায়নি কিন্তু একটি দুর্দান্ত সময়ে আমি দল থেকে চলে যাচ্ছি। ছেলেরা সত্যিই ভালো ক্রিকেট খেলছে। আমি যেখানেই থাকি না কেন সেখানে থেকেই তাদের সমর্থন করে যেতে চাই। দল হেরে গেলেও আমি দলকে অবশ্যই সমর্থন চালিয়ে যাব। আমি নিশ্চিত যে তারা সবাই সেই পথে এগোতে পারবে এবং শিরোপা পর্যন্ত যেতে পারবে।’