আইপিএল

আইপিএল অভিজ্ঞতা ইংলিশদের এগিয়ে রাখবে বিশ্বকাপে: মিলস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:59 মঙ্গলবার, 05 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরব আমিরাত পর্বে খেলছেন ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। আর সপ্তাহ দুয়েক পরই এখানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর। ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে দলকে বাড়তি সুবিধা দেবে এমনটাই মনে করেন টাইমাল মিলস।

এশিয়ার স্লো আর টার্নিং উইকেটে খেলা সবসময়ই কঠিন। তাই আইপিএলের সুবাদে আগে থেকেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ইয়ন মরগান, জেসন রয়রা। মিলসের মতে আইপিলের অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখবে বিশ্বকাপে।

২০১৭ সালের ফেব্রুয়ারীর পর আবারও জাতীয় দলে ফিরেছেন মিলস। সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডেও। দলের সম্ভাবনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের বিশ্বকাপ স্কোয়াডের অর্ধেক ক্রিকেটার এই মুহুর্তে আইপিএলে খেলছে যা আমাদের বিশ্বকাপে বাড়তি সুবিধা দিবে।’

তিনি আরও বলেন, ‘আমরা শক্তিশালী স্কোয়াড পেয়েছি এবং আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল, পিএসএল বা আন্তর্জাতিক ক্রিকেটে এশিয়ান কন্ডিশনে প্রচুর ম্যাচ খেলেছে।’

মিলসের মতে, আইপিএলে খেলা ইংলিশ ক্রিকেটাররা তথ্য ভাগাভাগি করবে তাদের জাতীয় দলের সতীর্থদের সঙ্গে। আর তা বিশ্বকাপ প্রস্তুতিতে সুবিধা দিবে দলকে। তিনি আত্মবিশ্বাসী নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলকে হারানোর সামর্থ রাখে ইংল্যান্ড।

এই ইংলিশ পেসার বলেন, ‘আমি নিশ্চিত, দলের সবাই এসব তথ্য ভাগাভাগি করবে এবং আমাদের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হবে। আমরা শতভাগ আত্মবিশ্বাসী নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলকে হারাতে পারবো।’