আইপিএল

মরগানের সঙ্গে দ্বন্দ্ব নয়, মতবিরোধ ছিল: অশ্বিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:20 মঙ্গলবার, 05 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে তর্কে জড়িয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও ইয়ন মরগান। পরবর্তীতে টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অশ্বিন। সেই ঘটনার সপ্তাহখানেকের মাথায় এসে সুর নরম করলেন তিনি। মরগানের সঙ্গে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয় বরং খেলা চলাকালীন মতবিরোধ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন অশ্বিন।

গত ২৮ সেপ্টেম্বর দিল্লির ইনিংসের শেষ ওভারে অশ্বিন ও মরগানের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সেদিন টিম সাউদির বলে পুল খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছিলেন অশ্বিন। ডানহাতি এই অলরাউন্ডার সাজঘরে ফেরার সময় তাকে উদ্দেশ্যে করে কিছু বলেছিলেন দিল্লির পেসার টিম সাউদি। প্রতিউত্তর দেন অশ্বিনও।

সে সময় মরগান এগিয়ে আসলে পরবর্তীতে তার সঙ্গেও কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন অশ্বিন। পরবর্তীতে দুজনকেই থামিয়ে দেন কলকাতার উইকেটরক্ষক দিনেশ কার্তিক।

এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘দেখুন আমার মনে হয় এটা নিঃসন্দেহে ব্যক্তিগত দ্বন্দ্ব নয় অথবা একে অপরের মধ্যে দ্বন্দ্বও নয়। আমি বিষয়টিকে মোটেও সে রকম মনে করব না। লোকেরা যারা বিষয়টিতে আলোচনায় রাখতে চাচ্ছে তারা হয়তো এটিকে সেভাবে নিচ্ছে। কিন্তু আমি মোটেও সেভাবে দেখছি না।’

ঘটনার দিন রাহুল ত্রিপাঠির ছোঁড়া বল ঋষভ পান্তের গায়ে লেগে দিক পাল্টালে রান নেয়ার জন্য উদ্যত হন অশ্বিন। বিষয়টি মরগানের পছন্দ না হওয়ায় অশ্বিনের সঙ্গে তর্ক বাধে। সেই ঘটনা প্রসঙ্গে নিজের ভুল স্বীকার করেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

অশ্বিন বলেন, ‘আমি জানতাম না কে ঋষভ পান্তকে আঘাত করেছে। তাই আমি শুধু অনুভব করেছি যে তারা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা যেতে যাচ্ছে। এটি একটি কারণ যা আমি বলেছিলাম, যে শব্দগুলি ব্যবহার করেছিলাম তা সঠিক ছিল না এবং সঠিক জায়গায় নয়।’