টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

নিউজিল্যান্ডের প্রথম লক্ষ্য সেমিফাইনাল: স্টেড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:56 মঙ্গলবার, 05 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এ বছরের জুনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই বছরে আইসিসির দুটি শিরোপা জেতার দারুণ সুযোগ নিউজিল্যান্ডের সামনে। কিন্তু কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড বলছেন, সেমিফাইনালে খেলাই প্রথম লক্ষ্য তাদের।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড রয়েছে গ্রুপ 'এ'তে। যেখানে কিউইদের সঙ্গী ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। বাংলাদেশ বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে এসে যোগ দিবে এই গ্রুপেই। তখন বাংলাদেশের সঙ্গেও খেলা পরবে নিউজিল্যান্ডের।

যেখানে তাদের প্রথম ম্যাচ ২৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শরজায়। যেখানে নিউজিল্যান্ডের থেকেও খেলার অভিজ্ঞতা বেশি পাকিস্তানের। এ কারণেই নিউজিল্যান্ডের জন্য বেশ কঠিন হয়ে দাড়াবে এবারের টুর্নামেন্টটি।

স্টেড তাই একেবারেই শিরোপার স্বপ্ন দেখতে রাজি নন। তার প্রাথমিক লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জেতা। এরপর সেমিফাইনালে পা দেয়া। যেটাকে তিনি অভিহিত করছেন প্রথম লক্ষ্য হিসেবে। আর সেমিফাইনালে যেতে পারলে শিরোপা জেতা আরো সহজ হয়ে তাদের জন্য।

এ প্রসঙ্গে স্টেড বলেন, 'আপনি প্রত্যেক টুর্নামেন্টেই অনেক উচ্চ আশা নিয়ে খেলতে যান। প্রত্যকেটা ম্যাচ জেতার আশা করেন এবং এই সাফল্য অর্জন করতে আপনাকে একটি অবস্থানে থাকতে হয়। আমি মনে করি আমাদের প্রাথমিক লক্ষ্য একটি করে ম্যাচ জেতা। কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হলো সেমিফাইনাল।'

তিনি আরো বলেন, 'আপনি যদি সেমি ফাইনালে খেলতে পারেন আপনি জানবেন যে শিরপো জিততে আর মাত্র দুটি ম্যাচ জেতা বাকি। যদিও আমরা একটি কঠিন গ্রুপে রয়েছি। আমি মনে করি ৬-৭টি দল রয়েছে এই টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্য এবং আমি মনে করি বিশ্ব ক্রিকেটের জন্য এটি কল্যাণকর।'