আইপিএল

ধোনির মন্থর ব্যাটিংয়ের দায় উইকেটকে দিলেন ফ্লেমিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:44 মঙ্গলবার, 05 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গতবারের এবং এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি। গত সোমবারের (৪ অক্টোবর) ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মন্থর গতির ব্যাটিং করে আরো একবার সমালোচিত হয়েছেন তিনি। যদিও কোচ স্টিফেন ফ্লেমিং মনে করছেন, উইকেটের ব্যতিক্রমি আচরণের কারণে নিজের সেরাটা দিতে পারেননি চেন্নাইয়ের অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ধোনি। কিন্তু ব্যাট হাতে তার সেই ফর্ম যেন হারিয়ে খুঁজছেন ভারতের সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারজুড়ে তিনি ব্যাটিংয়ের জন্য অনেক প্রশংসায় ভাসলেও গোধূলি লগ্নে এসে সমালোচিত হচ্ছেন অফফর্ম ও মন্থর ব্যাটিংয়ের কারণে। আইপিএলের এবারের আসরে ১৩ ম্যাচে মোটে ৮৪ রান করেছেন তিনি।

দিল্লির বিপক্ষে ম্যাচে টপ অর্ডার ব্যর্থতায় বড় ইনিংস খেলার সুযোগ ছিল ধোনির সামনে। উল্টো তিনি বেশ কিছু ডট বল খেলে দলের ওপর চাপ বাড়িয়েছেন। মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে ২৭ বলে ১৮ রান করেছেন তিনি। তবে চেন্নাই প্রধান কোচ এর দায় দিচ্ছেন উইকেটকে।

ফ্লেমিং বলেন, ‘আজকের ম্যাচে শুধু ধোনি নয়, ব্যাটিংয়ে সবাই ধুঁকেছে। সবার জন্যই শট খেলা কঠিন ছিল। ১৩৭ খারাপ স্কোর ছিল না, এই উইকেটে বড় রান করা বা বড় শট খেলা খুবই কঠিন কাজ ছিল। দুই দলের ব্যাটসম্যানদেরই রান করতে বেশ বেগ পেতে হয়েছে। আমাদের হয়তবা ১০-১৫ রান কম ছিল।’

উইকেটের আচরণ পড়া ক্রিকেটারদের জন্য কঠিন ছিল, এমনটাই উঠে এসেছে ফ্লেমিংয়ের বক্তব্যে। তার মতে, শুধু ব্যাটসম্যান নয়, বোলাররাও এখানে পারফর্ম করতে কষ্ট করেছে।

উইকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি উইকেটের কথা বলেন, এখানে রান করা খুবই কঠিন কাজ। বোলারদের জন্য সঠিক লাইন লেংথ মেনে বোলিং করাটা গুরুত্বপূর্ণ ছিল। স্লোয়ার বা ইয়র্কার ব্রাভোর অন্যতম প্রধান অস্ত্র, কিন্তু ম্যাচে সে তা কাজে লাগাতে পারেনি। তবে আমাদের পরিকল্পনা ঠিক ছিল।’