বিসিবি নির্বাচন

যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার আহ্বান পাপনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:52 মঙ্গলবার, 05 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলাফল ঘোষণা করা হবে পরদিন, অর্থাৎ ৭ অক্টোবরে। এই নির্বাচনে সঠিক এবং যোগ্য পার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

গত সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের দ্বিতীয় মেয়াদের দায়িত্বকাল। বিসিবির নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়।

কিন্তু অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায়, পাপনের দায়িত্ব শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই আয়োজন করা হচ্ছে নির্বাচন।

সোমবার (৪ অক্টোবর) রাতে পাপন বলেন, 'নতুন বেশকিছু মুখ আছে আমার মনে হয়। তারাও অনেককিছু অবদান রাখতে পারবে বোর্ডে। আপনাদের কাছে একটা অনুরোধই করব, কে কোন দল, কোন গ্রুপ সব ভুলে গিয়ে, কে কার মানুষ সব ভুলে গিয়ে আপনারা যাকে মনে করবেন সঠিক ব্যক্তি, ক্রিকেটের জন্য ভালো, তাকেই ভোট দেবেন। এই হল আপনাদের কাছে আমার অনুরোধ। কে হারলাম, কে জিতলাম তাতে কিছু যায় আসে না, কারণ আমরা সব এক।'

এবারের নির্বাচনে থাকছে না কোনো প্যানেল। পাপন নিজেও নির্বাচন করবেন একজন পরিচালক হিসেবে। নির্বাচনের পর পরিচালকদের ভোটে নির্বাচিত হবে বিসিবির নতুন সভাপতি।

এই নির্বাচনের মাধ্যমে আগামী চার বছরের জন্য নির্বাচিত করা হবে ২৩ জন বোর্ড পরিচালক। তারা নির্বাচিত হবেন ১৭৪ জন কাউন্সিলরের ভোটে।

এর আগে সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব দেন পাপন। এরপর ২০১৩ সালে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি হন তিনি।

২০১৭ সালের নির্বাচনেও পাপনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। এবারও নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। যদিও এবার শুধু পরিচালক হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন এই ক্রিকেট অনুরাগি ব্যক্তিত্ব।