অ্যাশেজ সিরিজ

অনিশ্চিত অ্যাশেজ, ঘোষণা আসতে পারে এ সপ্তাহেই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:39 সোমবার, 04 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কিছুদিন আগেই টিম পেইন নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে গিয়ে জানিয়েছিলেন, শর্ত যাই হোক আসন্ন অ্যাশেজ সিরিজ হচ্ছে। কিন্তু ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভাবছে ভিন্ন কথা। অস্ট্রেলিয়া সরকার তাদের কোয়ারেন্টিন নীতি শিথিল না করলে এই সপ্তাহেই সফর স্থগিতের ঘোষণা দিতে পারে ইসিবি।

অস্ট্রেলিয়ার সরকার এবং দেশটির ক্রিকেট বোর্ড চায় না, করোনার প্রকোপের মাঝে পরিবার নিয়ে কোনও দল সেই দেশে গিয়ে খেলুক। কিন্তু ইংলিশ ক্রিকেটাররা পরিবারসহ যেতে চান এই সফরে।

ইংলিশ গণমধ্যমে গুঞ্জন আছে ক্রিকেটারদের এই শর্ত মানা না হলে, শেষ পর্যন্ত এই সফর থেকে নাম সরিয়ে নিতে পারেন অধিনায়ক জো রুটসহ প্রায় দশ জন ক্রিকেটার। আর স্কোয়াডের নিয়মিত সদস্যদের ছাড়া সফর করতে আগ্রহী নয় ইসিবিও।

এক বিবৃতিতে ইসিবি'র পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই সপ্তাহের শেষের দিকে ইসিবির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে, অস্ট্রেলিয়া সফরে যাওয়ার জন্য তাদের দেওয়া সুবিধাগুলো যথেষ্ট কি না এবং তাদের শর্ত মেনে এই সিরিজে ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলবে কি না।’

আরও বলা হয়েছে, ‘আমদের খেলোয়াড়দের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এই সপ্তাহে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসব এবং তাদের মতামত নেবো।’

সফরের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে পাওয়া তথ্য ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করছে ইসিবি। ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে তারা।

ইসিবি আরও বলেছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে তথ্য পাওয়া মাত্রই আমরা প্রতিনিয়ত ক্রিকেটারদের জানাচ্ছি। আমরা তাদের শারীরিক এবং মানসিক দিকে গুরুত্ব দিচ্ছি। খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের জন্য আমরা সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চাই। এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা সিরিজ নিয়ে পরিকল্পনা করব।’