আইপিএল

অক্রিকেটীয় আচরণের কারণে বাদ ওয়ার্নার, দাবি মাঞ্জরেকারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:21 সোমবার, 04 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ থেকে বাদ পড়ার কারণ হিসেবে ডেভিড ওয়ার্নারের অফ ফর্মকেই দায়ী করছিলেন অনেকে। কিন্তু এই ব্যাপারে একমত নন সঞ্জয় মাঞ্জরেকার। অক্রিকেটারসুলভ আচরণের কারণেই একাদশে ওয়ার্নার নিজের জায়গা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

বিগত কয়েক বছরে হায়দরাবাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম পারফরমার ছিলেন ওয়ার্নার। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হঠাৎ ছন্দ হারিয়েছেন তিনি।

অফফর্মের কারণে আইপিএলের প্রথম পর্বে হায়দরাবাদের অধিনায়কত্ব হারানোর পর এবার একাদশ থেকেও বাদ পড়েছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। অবশ্য ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার মাঞ্জরেকার বলছেন ভিন্ন কথা।

যদিও সে ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি ভারতের সাবেক এই ক্রিকেটার, ‘কারণটি অক্রিকেটার সুলভ আচরণ। গত কয়েক বছর ধরে ওয়ার্নারের সংখ্যা (রান সংখ্যা) কেবল মন খারাপের কারণ হয়। দীর্ঘ দিনের পর্যালোচনায় আমার মনে হয় সে আইপিএলের সেরা ব্যাটসম্যান।’

এবারের আইপিএলের প্রথম পর্বে দুটি হাফসেঞ্চুরি ও দুটি ত্রিশ পেরোনো ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। দ্বিতীয় পর্বে দুই ম্যাচে খারাপ করেই আশ্চর্যজনকভাবে একাদশ থেকে বাদ পড়েন তিনি। দুই ম্যাচ খারাপ খেলেই বাদ পড়ার পেছনে রহস্যময় কিছু রয়েছে বলে উল্লেখ করেছেন মাঞ্জরেকার।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘তার অফফর্ম খুব বেশিদিন ধরে নয় তাই ওয়ার্নার ব্যাটিংয়ে অফফর্মের কারণে বাদ পড়েনি। সুতরাং এটি একটি অক্রিকেটারসুলভ কারণ হতে হবে এবং সেটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এটি ভিন্ন জিনিস যা আমি বুঝতে পারছি না কেন সবকিছু এত চুপচাপ রয়েছে। কিন্তু সেখানে অবশ্যই কিছু ভুল হচ্ছে।’