বাংলাদেশ ক্রিকেট

ইমরুল-মোসাদ্দেকের ব্যাটে জিতল বাংলাদেশ ‘এ’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:07 সোমবার, 04 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের শেষ ওয়ানডেতে ইমরুল কায়েস ও মোসাদ্দেক হোসেন ব্যাটের ওপরে ভর করে হাইপারফরম্যান্স (এইচপি) দলকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে মুমিনুল হকের দল। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি এইচপি দলের। ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেট হারায় তাঁরা। পরের ওভারে সাজঘরে ফেরেন আরেক ওপেনার। তবে তিনে নেমে প্রতিরোধ গড়ে তোলেন পারভেজ হোসেন ইমন।

যদিও হাফ সেঞ্চুরির ঠিক আগে সাজঘরে ফিরতে হয় বাঁহাতি এই ব্যাটসম্যানকে। ৬১ বলে ৪১ রান করে রাকিবুল হাসানের বলে লেগ বিফোরের পড়ে আউট হয়েছেন পারভেজ। এরপর তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন দিপু মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি। 

হৃদয় ২৪ ও দিপু আউট হয়েছেন ৩৪ রানে। শেষ দিকে সুমন খান ২৪ করলেও শেষ পর্যন্ত ১৯২ রানে আউট হয় এইচপি দল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নাঈম হাসান ও তাইজুল ইসলাম নিয়েছেন তিনটি করে উইকেট। এ ছাড়া দুটি উইকেট নিয়েছেন রাকিবুল।

জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দলও। ২৮ রানে ২  উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাঁরা। তবে ইরফান শুক্কুর ও ইমরুলরা মিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও খুব বেশি বড় হয়নি। 

পারভেজের মতো হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন ইমরুল। ৫৪ বলে ৪৯ রানে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শেষ দিকে ৪৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে দলকে ৫ উইকেটের জয় এনে দেন মোসাদ্দেক। এইচপির হয়ে দুটি উইকেট নিয়েছেন তানজিম সাকিব।

সংক্ষিপ্ত স্কোর-

বিসিবি এইচপি: ১৯২/১০ (৪৮.১ ওভার) (ইমন ৪১, শাহাদাত ৩৪; নাঈম ৩/৩০, তাইজুল ৩/৪২)

বাংলাদেশ 'এ': ১৯৩/৫ (৩৩.০ ওভার) (মোসাদ্দেক ৬৪, ইমরুল ৪৯; সাকিব ২/৪৩ , তৌহিদ ১/১৫)

ফলাফল: বাংলাদেশ ‘এ’ ৫ উইকেটে জয়ী।