প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি

শচিনের বিরুদ্ধে গোপনে বিদেশে বিনিয়োগের অভিযোগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:46 সোমবার, 04 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিদেশে গোপনে অর্থ বিনিয়োগ করতেন শচিন টেন্ডুলকার, সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে আইসিআইজে নামে আন্তর্জাতিক অনুসন্ধানী একটি সংস্থা। ‘প্যান্ডোরা পেপারস’ নামে একটি নথিতে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। শচিনের স্ত্রী অঞ্জলিরও নাম আছে প্যান্ডোরা পেপারসে।

এই নথিতে মূলত বিশ্বের বিভিন্ন নেতার গোপন আর্থিক লেনদেনের তথ্য রয়েছে। এ ছাড়া অনেক তারকা ব্যক্তিত্বের নামও আছে এখানে। যদিও শচিনের নাম এই নথিতে থাকার কথা নয়, এমনটা দাবি করছেন শচিনের আইনজীবী।

তিনি বলেন, ‘শচিনের বিদেশে বিনিয়োগ আছে। তবে সব বিনিয়োগই বৈধ ও আইনসিদ্ধ। যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই সেই বিনিয়োগ করা হয়েছে।’

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর কিছুদিনের জন্য ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন শচিন। নথিতে আছে, সেই সময়ে শচিনের পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। সেই সময়ের কয়েক বছর পর, অর্থাৎ ২০১৬ সালে সেই বিনিয়োগের টাকা তুলে নেয়া হয়।

শচিনের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ছাড়াও তার শ্বশুর আনন্দ মেহতার নামও আছে এতে। ২০১৬ সালে সেই প্রতিষ্ঠানের বিনিয়োগ নগদীকরণ করার সময় শচিনের ৯, অঞ্জলির ১৪ ও মেহতার ৫টি শেয়ার ছিল। যেখানে শচিনের শেয়ারের মূল্য ৮ লাখ ৫৬ হাজার ৭০২, অঞ্জলির ১৩ লাখ ৭৫ হাজার ৭১৪ ও মেহতার শেয়ারের মূল্য ৫ লাখ ৫৩ হাজার ৮২ মার্কিন ডলার।

প্যান্ডোরা পেপারসের তদন্তে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের বিদেশি প্রতিষ্ঠানে বিনিয়োগ, ছদ্মবেশী ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন গোপন আর্থিক লেনদেনের বিষয়টি সামনে এসেছে। শচিন ছাড়াও পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফার নামে চাঞ্চল্যকর তথ্য আছে এখানে।