আইপিএল

নেহরা-পোলকের চোখে আইপিএলের সেরা চাহাল-নারিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:15 সোমবার, 04 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরব আমিরাত পর্বে দাপট দেখাচ্ছেন স্পিনাররা। যে তালিকায় উপরের দিকে রয়েছেন রশিদ খান, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, সুনিল নারিন, যুবেন্দ্র চাহালের মতো স্পিনাররা।

এতসব তারকা স্পিনারদের থেকে আশিষ নেহরা ও শন পোলক বেছে নিয়েছেন তাঁদের সবচেয়ে পছন্দের দুইজনকে। আইপিএলের এবারের আসরে নেহরা মুগ্ধ হয়েছেন নারিনের বৈচিত্রপূর্ণ স্পিনে। অন্য দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার পোলকের পছন্দ চাহালকে।

আইপিএলের গত আসরে বল হাতে একেবারেই সাদা-মাঠা ছিলেন নারিন। তবে দ্রুতই স্বরুপে ফিরেছেন এই ক্যারিবিয়ান স্পিনার। এবারের আসরে এখন পর্যন্ত দুর্দান্ত তিনি। নেহরার মতে, বর্ষীয়ান এই স্পিনার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফর্ম টেনে এনেছেন আইপিএলেও।

এ প্রসঙ্গে নেহরা বলেন, ‘এখানে রশিদ খান, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজার মতো বিশ্বমানের স্পিনাররা খেলছে কিন্তু সুনিল নারিনের পারফরম্যান্স চোখে পড়ার মতো। সে অনেক দিন ধরেই আইপিএলে খেলছে এবং একজন বর্ষীয়ান স্পিনার।’

ভারতের সাবেক এই পেসার বলেন, ‘শেষ আসরে সে ভালো করতে পারেনি। তবে সে আবারও ফর্মে ফিরেছে এবং কলকাতার জয়ে ভূমিকা রাখছে। সিপিএলের ফর্ম সে আরব আমিরাতেও ধরে রেখেছে এটা কলকাতার জন্য বড় পাওয়া।’

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং আক্রমণের বড় ভরসার নাম চাহাল। বিশেষ করে দলটির স্পিন বিভাগের। টিম ম্যানেজমেন্টের সেই আস্থার প্রতিদান দিচ্ছেন এই লেগ স্পিনার। টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

পোলক বলেন, ‘আরব আমিরাত পর্বে চাহাল আমার সবচেয়ে প্রিয় স্পিনার। বেশ কিছু কারণে তার বোলিং আমাকে মুগ্ধ করেছে। এ বছর বেঙ্গালুরুর দারুণ পারফরম্যান্সের পিছনে তার বড় অবদান আছে। টুর্নামেন্টের শুরুতে সে ফর্মে ছিল না তবে সে দ্রুতই স্বরূপে ফিরেছে এবং পারফর্ম করছে।’