আইপিএল ২০২১

শীর্ষ দুই'য়ে চোখ বিরাট কোহলির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:00 সোমবার, 04 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাউন্ড রবিন পর্ব শেষে শীর্ষ দুই দল বরাবরই একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে। প্রথম কোয়ালিফাইয়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ার দিয়ে ফাইনাল খেলার দরজা খোলা থাকে। আর এই দরজাটাই খোলা রাখতে চান বিরাট কোহলি। তার চাওয়া, শীর্ষ দুই'য়ে থেকে গ্রুপ পর্ব শেষ করুক রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 

করোনার থাবায় আইপিএল স্থগিত হওয়ার আগে ৫টিতে জয় পেয়েছিল ব্যাঙ্গালুরু। এরপর দুবাই পর্বে প্রথম ২টিতে হারলেও পরের টানা ৩ ম্যাচে জিতেছে বিরাট কোহলিরা। ফলে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পেলেও তিন নম্বরে অবস্থান করছে দলটি। 

তাই শীর্ষ ২ এ থাকতে চান বিরাট কোহলি। হাতে থাকা বাকি দুই ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবছে না দলটি। কোহলি বলেন, ‘১২ ম্যাচের মধ্যে আটটি জয় একটি দুর্দান্ত অভিযান। আমাদের সেরা দুইয়ে থেকে শেষ করার আরও দুটি সুযোগ রয়েছে। এটি আমাদের আরও নির্ভয়ে খেলার অনুপ্রেরণা যোগাবে।’

এবারের আইপিএলের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বেঙ্গালুরুর দুই ওপেনার দেবদূত পাডিকাল ও কোহলি। এমন ব্যাটিংয়ের কারণ হিসেবে কোহলি জানিয়েছেন, শুরুর দিকে দ্রুত রান তুলতেই এমন পন্থা অবলম্বন করেছেন। কেননা প্রথমে দ্রুত রান তুললে বিষয়টি পরবর্তী ব্যাটসম্যানদের ওপর থেকে চাপ কমিয়ে দেয় বলে মনে করেন তিনি।

কোহলি বলেন, ‘আপনি যখন স্কোরবোর্ডে কোনো উইকেট হারাননি, তখন আপনি আরও ঝুঁকি নিতে পারবেন। যা আমার এবং দেব (পাডিকাল) কে করতে হয়। এই পিচে ১৫-২০ রান গুরুত্বপূর্ণ হতে পারে। আমাদের সেসব জায়গা ছিপি দিয়ে আটকাতে হবে। দল হিসেবে, আমরা উন্নতি করার চেষ্টা করেছি, হেরে যাই বা জিতি।’

সবশেষে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমরা জানতাম উইকেট ধীর এবং ধীরগতির হবে। কেএল (রাহুল) এবং মায়াঙ্ক সত্যিই ভালো ব্যাটিং করেছে। কিন্তু আমরা জানতাম যে খেলায় ফেরাতে পারে আমাদের এমন মাত্র দুই উইকেট রয়েছে।’