আইপিএল ২০২১

সাকিবকে প্লে-অফেও দেখতে চান ব্রাথওয়েট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:13 সোমবার, 04 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শুরুর ৩ ম্যাচে সুযোগ পেয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। যে কারণে পরের ম্যাচগুলোতে বেঞ্চে বসে থাকতে হয়েছে এই অলরাউন্ডারকে। এরপর অবশ্য করোনার থাবায় স্থগিত হয়ে যায় আইপিএল।

বিরতি শেষে আরব আমিরাত পর্ব শুরু হলেও সেখানেও বেঞ্চশক্তি বাড়িয়েছেন সাকিব। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কাঙ্ক্ষিত সুযোগ আসে তার। আর এতো দিন পর সুযোগ পেয়ে সেটা আর হাতছাড়া করেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

৪ ওভারে ২০ রান খরচায় এক উইকেট নেয়ার সঙ্গে নিজের বোলিংয়ের সময়ে সরাসরি থ্রোতে রান আউট করেছেন কেন উইলিয়ামসনকে। এমনকি হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা।

যদিও শীর্ষ ২ এ জায়গা পাওয়ার সুযোগ নেই তাদের। তবে শেষ চারে গেলে কলকাতাকে এলিমিনেটর খেলবে হবে।এরপর এই বাধা পার করলে আসবে কোয়ালিফাইয়ার ২। সেখানে জিতলেই ফাইনাল খেলবে কেকেআর। 

এমন অবস্থায় কলকাতা যদি শেষ চারে যায়ও তাহলে সাকিবকে একাদশে দেখতে চান কার্লোস ব্রাথওয়েট। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, শারজাহ'র উইকেটে বাংলাদেশের এই অলরাউন্ডার কার্যকরী ভূমিকা রাখতে পারবেন।

এছাড়া চোটে থাকা আন্দ্রে রাসেল এবং লকি ফার্গুসন ফিরলে কলকাতার একাদশে সাকিব সুযোগ পাবেন কিনা তা নিয়েও কথা বলেছেন ব্রাথওয়েট। তবে তিনি জানিয়েছেন, শেষ চারে সুযোগ পেলে শতভাগ ফিট না হলে রাসেলকে খেলানো উচিত হবে না কলকাতার।

ইএসপিএনকে ব্রাথওয়েট বলেন, 'আমি সাকিবকেই রাখব কারণ প্লে-অফের ম্যাচগুলোর একটি শারজাহতে আছে। আরেকটায় আমি চাইব রাসেল অথবা লকি ফার্গুসন খেলুক।'

'তবে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল রাসেল যদি ফিট হয়ে যায় তাহলে হয়তো কেকেআরে ও অটো চয়েজ হবে। তবে সে শতভাগ ফিট না হলে আমি চাইব না অন্তত প্রিলিমিনিয়ারি ম্যাচগুলোতে কেকেআর ওকে খেলিয়ে ঝুঁকি নেক।'

কলকাতার পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে, বৃহস্পতিবার যে ম্যাচে মুখোমুখি হতে পারেন বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজুর রহমান। তবে এই দুই দলের কারও এখনও শেষ চার নিশ্চিত হয়নি।