আইপিএল ২০২১

কলকাতার জয়ে বড় প্রভাব রেখেছে সাকিব: মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:23 সোমবার, 04 অক্টোবর, 2021

 || ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। শেষ চারের টিকিট পেতে কেন উইলিয়ামসনের দলকে হারাতেই হতো তাদের। সেটা হয়েছেও। ৬ উইকেটের জয়ে শেষ চারের দৌড়ে এখনও টিকে আছে ইয়ন মরগানের দল।

হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে অবশ্য সঠিক পরিকল্পনাই সাজিয়েছিল কেকেআর শিবির। একাদশে পরিবর্তন এনে সুযোগ দেয়া হয়েছিল সাকিব আল হাসানকে। অবশ্য বাংলাদেশের এই ক্রিকেটার যে কলকাতার একাদশে ফিরতে যাচ্ছেন তার ইঙ্গিত পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের পরই দিয়েছিলেন কেকেআর অধিনায়ক।

আইপিএলের প্রথম পর্বের শুরুর ৩ ম্যাচে সাকিবকে খেলালেও আশানুরূপ ফল পায়নি কলকাতা। তাই দ্বিতীয়ভাগের শুরুতে বেঞ্চেই বসে থাকতে হয়েছে তাকে। তবে হায়দরাবাদের বিপক্ষে সুযোগ পেয়ে সেটা দারুণভাবে লুফে নিয়েছেন তিনি। 

৪ ওভারে ২০ রান খরচায় এক উইকেট নেয়ার সঙ্গে নিজের বোলিংয়ের সময়ে সরাসরি থ্রোতে রান আউট করেছেন কেন উইলিয়ামসনকে। সব মিলিয়ে ফেরার ম্যাচে সাকিবের প্রভাববিস্তারী পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা অধিনায়ক ওয়েন মরগান কণ্ঠে।

এমনকি কেকেআরের এই জয়ে সাকিবের অবদান যে অনেক তা সহজেই শিকার করে নিয়েছেন ইংলিশ এই অধিনায়ক।মরগান বললেন, 'বিশাল (জয়ে সাকিবে প্রভাব)…।'

'সাকিবের মতো এত অভিজ্ঞ একজন আন্তর্জাতিক তারকাকে ডাকতে পারার গভীরতা ও শক্তি স্কোয়াডে থাকা মানে তা বিরাট বিলাসিতা। সে এসেছে এবং ম্যাচে অনেক বড় প্রভাব রেখেছে। দুর্দান্ত ছিল সে।'

কলকাতার পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে, বৃহস্পতিবার যে ম্যাচে মুখোমুখি হতে পারেন বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজুর রহমান। তবে এই দুই দলের কারও এখনও শেষ চার নিশ্চিত হয়নি।