টি-টোয়েন্টি বিশ্বকাপ

দিনভর নাটকীয়তার পর দেশ ছেড়েছে বাংলাদেশ দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:22 রবিবার, 03 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রবিবার রাত পৌনে ১১টায় ওমানের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশ দলের। যদিও ঘূর্ণিঝড় 'শাহীন' এর প্রভাবে দেশটির বেশিরভাগ ফ্লাইট স্থগিত করা হয়েছে। বাংলাদেশ দলের ওমান যাত্রাও শঙ্কা দেখা দিয়েছিল।

সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়েই ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের প্রথম গন্তব্য মাসকাট। সেখানে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টাইন শেষে করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে তিনদিন অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা।

এরপর প্রস্তুতি ম্যাচ খেলতে আরব আমিরাতে উড়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। সূচি অনুযায়ী আগামী ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ অক্টোবর খেলা স্বাগতিক ওমানের মাঠে নামবে টাইগাররা।

এরপর আগামী ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। প্রথম পর্ব উৎরাতে পারলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, 'যদি আমরা ভালো ক্রিকেট খেলে বাছাই পর্বের ম্যাচগুলো জিতে মূল পর্বে যাই তাহলে আমরা চেষ্টা করব যত বেশি ম্যাচ জেতা যায়। যেহেতু পূর্ববর্তী বিশ্বকাপগুলো আমাদের খুব একটা সুখকর স্মৃতি নেই আমরা চেষ্টা করতে সেই দেয়াল (ভালো করতে না পারা) ভাঙতে পারি। আপনি বলতে পারবেন না এই ফরম্যাটে কখন কি আসবে।'