টি-টোয়েন্টি বিশ্বকাপ

ম্যাক্সওয়েলের সেরা পাঁচে নেই কোহলি-গেইল-মালিঙ্গা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:57 রবিবার, 03 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আইসিসির আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে উত্তাপ বইছে চারিদিকে। বিশ্বকাপের আগে নিজের পছন্দের পাঁচজন টোয়েন্টি ক্রিকেটার বেছে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়ার মারকুটে এই ব্যাটসম্যানের সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় অ্যাডাম গিলক্রিস্ট, শন টেইটের সঙ্গে রশিদ খান, আন্দ্রে রাসেল ও বেন স্টোকসরা থাকলেও জায়গা হয়নি বিরাট কোহলি, রোহিত শর্মা, ক্রিস গেইল কিংবা লাসিথ মালিঙ্গাদের মতো তারকা ক্রিকেটারদের।

আধুনিক সময়ের ক্রিকেটে তো বটেই, ক্রিকেট ইতিহাসেরও সেরা লেগ স্পিনারদের একজন হওয়ারও শক্ত দাবিদার রশিদ। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে উইকেট নেয়ার পারদর্শীতা মুগ্ধ করে সবাইকে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫১ ম্যাচ খেলে তাঁর শিকার ৯৫ উইকেট।

যেখানে তাঁর ইকোনোমি ৬.২২। নিজের পছন্দের ক্রিকেটারের তালিকায় প্রথমেই রশিদকে রেখেছেন ম্যাক্সওয়েল। তালিকার দুইয়ে রয়েছেন রাসেল বর্তমান সময়ের পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে অন্যতম একজন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর হার্ড হিটিং ব্যাটিংয়ের যথেষ্ট সুনাম আছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬২ টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ৭১৬ রান। যেখানে তার স্ট্রাইক রেট ১৫৬.৩৩। পাশাপাশি রাসেলের শিকার ৩৬ উইকেট। 

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাট-বল দুই জায়গাতেই বেশ কার্যকরী স্টোকস। নিজের পছন্দের তালিকায় স্টোকসকে রেখেছে তিনে। ইনিংসের শেষ দিকে হার্ড হিটিংয়ের পাশাপাশি তাঁর মিডিয়াম পেস বল দলের জন্য দারুণ কার্যকরী। ইংলিশ এই অলরাউন্ডার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ৪৪২ রানের পাশাপাশি শিকার করেছেন ১৯ উইকেট। 

ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষকদের একজন ভাবা হয় গিলক্রিস্টকে। এই বাঁহাতি ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতেও ছিলেন বেশ কার্যকরী। বিশেষ করে দ্রুত রান তোলায় অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বেশ পটু। অস্ট্রেলিয়ার জার্সিতে ১৩ ম্যাচে তাঁর সংগ্রহ ২৭২ রান। যেখানে স্ট্রাইক রেট ছিল ১৪১.৬৭। স্বদেশী গিলক্রিস্টকে রেখেছেন চারে।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে যে কয়জন পেসার গতির ঝড় তুলেছেন তাঁদের অন্যতম একজন টেইট। বরাবরই গতি দিয়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন সাবেক এই ডানহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ২১ টি-টোয়েন্টি খেলে ৭.৩৯ ইকোনোমিতে তিনি শিকার করেছেন ২৮ উইকেট। ম্যাক্সওয়েলের সেরা পাঁচের শেষ সদস্য স্বদেশী টেইট।