আইপিএল

রায়নার বদলে উথাপ্পাকে একাদশে চান পোলক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:13 রবিবার, 03 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এক আসর বিরতি দিয়ে এবার আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন সুরেশ রায়না। কিন্তু টুর্নামেন্টে এখনও পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান। রায়নার বদলে চেন্নাইয়ের একাদশে রবিন উথাপ্পাকে চান শন পোলক।

গত আসরে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন রায়না। বিরতির পর চেন্নাইয়ের হয়ে তার প্রত্যাবর্তনটা হয়েছিল মনে রাখার মতো। আসরে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩৬ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এরপর ১১ ইনিংসে বিশের কোটা পার হতে পেরেছেন কেবল একবার। সব মিলিয়ে এই আসরে ১১ ইনিংসে বিশের কম গড়ে তার ব্যাট থেকে এসেছে ১৬০ রান।

আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চেন্নাইয়ের সাইড বেঞ্চে রবিন উথাপ্পার মতো পরীক্ষিত একজন টপ অর্ডার ব্যাটসম্যান থাকার পরেও তিনি কেন একাদশে নেই, তা নিয়ে বিস্মিত পোলক।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বলেন, 'সে রান করতে পারছে না। সে সবসময় অফ স্পিনে অবদান রাখত, বড় শট খেলতে পছন্দ করত। এবার আমরা সেটা দেখিনি। তারা তাকে তিন নম্বরে নামায়, কারণ তারা রায়নার কাছ থেকে বড় শটের আশা করে।'

পোলক আরও বলেন, 'ওরা রবিন উথাপ্পাকে সুযোগ দিচ্ছে না দেখে অবাক হচ্ছি। অবশ্য চেন্নাই এমন একটা দল যারা খুব বড় পরিবর্তন আনে না। নকআউটের জন্য তারা কখনোই কোনও পরিবর্তন আনে না। তবে দল যদি জিতে তাহলে তারা সবাই পারফর্ম করুক, এমনটাই চাইবে।'