পাকিস্তান ক্রিকেট

পারফর্ম করার মতো এখনও যথেষ্ট আত্মবিশ্বাসী মালিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:01 রবিবার, 03 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের ঘরোয়া জাতীয় টি-টোয়েন্টি টুর্নামন্টে অসাধারণ পারফরম্যান্স করেছেন শোয়েব মালিক। ৩৯ বছর বয়সী মালিক মনে করছেন ভালো পারফরম্যান্স করার মতো যথেষ্ট আত্মবিশ্বাস এখনো রয়েছে তার।

১৬৯ রানের লক্ষ্য খেলতে নেমে সেন্ট্রাল পাঞ্জাব ১৪ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। এই সময় ওভার প্রতি ১২ রান করে প্রয়োজন ছিল দলটির, উইকেটে ছিলেন মালিক।

শেষ পর্যন্ত ৮৫ রানের অপরাজিত এক ইনিংসের সুবাদে ৬ উইকেটে ১০৫ থেকে ৮ উইকেটে ১৬৮ সংগ্রহ করে পাঞ্জাব। এই ধরণের ইনিংস খেলার পরই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন মালিক।

সেখানে তিনি বলেন, 'সত্যি বলতে কি আগামীকাল একটি নতুন দিন। অবশ্যই আমি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে। এ নিয়ে আমি বেশ খুশি কিন্তু সেই দিনটা শেষ হয়ে গেছে।'

তিনি আরো বলেন, 'আগামীকাল নতুন দায়িত্ব অপেক্ষা করছে। আত্মবিশ্বাস বেশ উঁচুতে এবং আমি ধারাবাহিক পারফরম্যান্স করতে চাই যাতে আমার দল লাভবান হয়।'

আত্মবিশ্বাসী মালিক যদিও আশায় ছিলেন পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।