promotional_ad

চাহাল আপনাকে কখনও হতাশ করবে না: প্রসাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভারত পর্বে বল হাতে দারুণ সময় পার করেছিলেন রাহুল চাহার। উইকেট তোলার ক্ষমতার সঙ্গে জোরের ওপর বল করা ও গুগলিতেও বেশ পারদর্শী ডানহাতি এই লেগ স্পিনার। আইপিএলের ভারত পর্বে সাফল্য পাওয়ায় যুবেন্দ্র চাহালকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পান তিনি। 


ভারতের স্কোয়াডে জায়গার পরই যেন নিজের চেনা ছন্দ হারিয়ে ফেলেছেন চাহার। তবে সংযুক্ত আরব আমিরাতে বল হাতে দুর্দান্ত চাহাল। দলের প্রয়োজনে বরাবরই ‍ব্রেক থ্রু এনে দিতে পারেন। এমএসকে প্রসাদের দাবি, চাহাল আপনাকে কখনও হতাশ করবে না এবং প্রয়োজনের সময় উইকেট এনে দেবে।


promotional_ad

আইপিএলের সর্বশেষ তিন আসরে ৪১ উইকেট নিয়েছিলেন চাহার। ভারত পর্বে তাঁর শিকার ছিল ৭ ম্যাচে ১১ উইকেট। যেখানে চাহালের শিকার মোটে ৪ উইকেট। ছন্দে না থাকাতেই মূলত তাঁকে স্কোয়াডে রাখেনি ভারতের নির্বাচকরা। তবে বিশ্বকাপ দলে না থাকা চাহাল আরব আমিরাতে ৪ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। 


আরেক স্পিনার চাহারের নিয়েছেন মোটে ২ উইকেট। এমন অফ ফর্মের কারণে চাহারকে সরিয়ে চাহালকে দলে নেয়ার দাবি করেছেন। এদিকে উইকেট নেয়ার ক্ষেত্রে চাহালকে ভারতের টি-টোয়েন্টির সেরা বোলার হিসেবে দাবি করেছেন প্রসাদ। মুম্বাইয়ের শিরোপা জয়ে অবদান রাখার কারণেই বিশ্বকাপ দলে জায়গা হয়েছে বলে মনে করেন তিনি।


এ প্রসঙ্গে প্রসাদ বলেন, ‘আমি মনে করি উইকেট নেয়ার ক্ষেত্রে টি-টোয়েন্টিতে সে আমাদের সেরা বোলার। সর্বশেষ ৪-৫ বছরে সে দারুণ করেছে। সৌভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে নির্বাচকরা মনে করেছিল প্রতিযোগিতাটি চাহার এবং চাহালের মাঝে। বেঙ্গালুরুর মতো ফ্ল্যাট উইকেটে সে তার অধিনায়ক বিরাট কোহলিকে কখনই হতাশ করেনি। সে আপনাকে সবসময় উইকেট এনে দেবে।’


তিনি আরও বলেন, ‘কিন্তু আপনি যদি গত বছর এবং গত দেড় বছরে তার পারফরম্যান্স দেখেন  খানিকটা খারাপ ছিল। অন্য দিকে চাহার মুম্বাই ইন্ডিয়ানসকে টানা দুটি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্ভবত এটিই চাহারের পক্ষে গিয়েছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball