ভারত-নিউজিল্যান্ড সিরিজ

ভারতকে ঘরের মাঠে হারানো টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের মতোই!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:35 রবিবার, 03 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এ বছরের শেষের দিকে টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। আসন্ন সফর নিয়ে বেশ রোমাঞ্চিত ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের এই ওপেনারের মতে, ভারতের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে তাদের হারিয়ে দেয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারানোর মতোই আনন্দের।

আগামী নভেম্বরে ভারতের মাটিতে পা রাখবে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু করা এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কেন উইলিয়ামসনের দল। ঘরের মাঠে ভারত সবসময়ই কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে অপ্রতিরোধ্য বিরাট কোহলির দল।

ভারতের বিপক্ষে আসন্ন এই টেস্ট সিরিজকে তাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কনওয়ে। ইতোমধ্যেই ভারতের শক্তিমত্তা সম্পর্কে অবগত হয়েছেন তিনি। সিরিজটি বেশ কঠিন হবে কিউইদের জন্য, এমনটাও মানছেন। তারপরও নিজেদের সেরাটা দিতে পারলে সফরে ভালো কিছু হবে, প্রত্যাশা এই ওপেনারের।

কনওয়ে বলেন, ‘অবশ্যই এটা একটা বড় লক্ষ্য, যা আমরা অর্জন করতে চাই। ইংল্যান্ডের মাটিতে ভারতকে হারানোর চেয়ে তাদের ঘরের মাটিতে হারানো কঠিন কাজ এবং এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাদেরকে হারাতে পারলে, ঠিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো না হলেও, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার।’

উপমহাদেশের উইকেট স্বভাবতই টার্নিং হয়। পাশাপাশি ভারতের স্কোয়াডে থাকবে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও যুবেন্দ্র চাহালের মতো স্পিনাররা। তাই কনওয়ে বলছেন এটা কিউই ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জই বটে।

তিনি বলেন, ‘উপমহাদেশের টার্নিং উইকেটে পারফর্ম করা খুবই কঠিন। এখানে আপনাকে মানসিকভাবে খুবই শক্তিশালী হতে হবে, নিজের উপর যথেষ্ট আস্থা রাখতে হবে। আপনাকে নিজের মতো করে খেলার চেষ্টা করতে হবে।’

‘আপনার যদি রান করার মানসিকতা না থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন না। আপনার একটা পরিকল্পনা থাকতে হবে এবং সেই অনুযায়ী খেলতে হবে। যদিও এটা খুবই চ্যালেঞ্জিং।’- তিনি আরও যোগ করেন।