আইপিএল

রুতুরাজকে ‘লোকেশ রাহুল ক্যাটাগরিতে’ রাখছেন লারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:40 রবিবার, 03 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ফর্মে আছেন রুতুরাজ গায়কোয়াড। চেন্নাই সুপার কিংসের এই ওপেনার গত শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ইনিংসে মুগ্ধ হয়ে তাকে লোকেশ রাহুলের মতো আগ্রাসী ঘরানার ব্যাটসম্যান হিসেবে মানছেন ব্রায়ান লারা।

রাজস্থানের বিপক্ষে ৬০ বলে অপরাজিত ১০১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন রুতুরাজ। ইনিংসে ছিল নয়টি চার ও পাঁচটি ছয়ের মার। ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ছক্কা হাকিয়ে সেঞ্চুরি করেন রুতুরাজ।

তার এই ইনিংস নিয়ে ক্যারিবিয়ান কিংবদন্তি লারা বলেন, 'সে ১৩৫ রানও করতে পারত যদি শেষের দিকে সে আরও বেশি স্ট্রাইক রেটে খেলত। তবে সে দারুণ ব্যাটসম্যানশিপ দেখিয়েছে। এটাই আমার পছন্দ। সে দারুণ ইনিংস খেলেছে। বিশেষ করে শেষ দশ ওভারে সে যেভাবে খেলেছে তা দারুণ লেগেছে।'

লারা আরও বলেন, 'সে দেখিয়ে দিয়েছে ভালো ক্রিকেটিং শট খেলতে পারলে বড় রান করা সম্ভব। ব্যাটসম্যান হিসেবে এটা নিয়ে আমি গর্ব করি। তার ইনিংস সত্যিই দারুণ। আমি এটাকে লোকেশ রাহুল ক্যাটাগরিতে রাখব।'

দারুণ সেঞ্চুরিতে লোকেশ রাহুলের কাছ থেকে অরেঞ্জ ক্যাপও ছিনিয়ে নিয়েছেন রুতুরাজ। এবারের আইপিএলে সবার আগে পাঁচশ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

১২ ম্যাচে ৫০ এর বেশি গড় এবং ১৪০ এর বেশি স্ট্রাইক রেটে রুতুরাজের রান ৫০৮। যদিও তার সেঞ্চুরির ম্যাচে রাজস্থানের কাছে পরাজিত হয়েছে চেন্নাই।