অ্যাশেজ সিরিজ

দলে জায়গা পেলেই অ্যাশেজে যাও, রুট-ব্রডদের স্ট্রাউস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:59 রবিবার, 03 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ইংল্যান্ড। কিন্তু কোভিড নিয়ন্ত্রণ নীতিতে অস্ট্রেলিয়া সরকারের বাড়তি সতর্কতা শঙ্কায় ফেলেছে এই সিরিজের ভবিষ্যত। ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুটসহ দলটির বেশ কয়েকজন ক্রিকেটার এই সফরে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তবে দলে ডাক পেলেই এই সফরে যাওয়া উচিত যেকোনো ইংলিশ ক্রিকেটারের, এমনটা বলছেন অ্যান্ড্রু স্ট্রাউস।

অস্ট্রেলিয়ার সরকার এবং দেশটির ক্রিকেট বোর্ড চায় না, করোনার প্রকোপের মাঝে পরিবার নিয়ে কোনও দল সেই দেশে গিয়ে খেলুক। কিন্তু ইংলিশ ক্রিকেটাররা পরিবারসহ যেতে চান এই সফরে।

ইংলিশ গণমধ্যমে গুঞ্জন আছে ক্রিকেটারদের এই শর্ত মানা না হলে, শেষ পর্যন্ত এই সফর থেকে নাম সরিয়ে নিতে পারেন অধিনায়ক রুটসহ প্রায় দশ জন ক্রিকেটার। যদিও এ ধরনের শর্তের ব্যাপারে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

স্ট্রাউস বলেন, 'আমার মনে হয় অ্যাশেজ অবশ্যই হওয়া উচিত। আমরা কোভিডের সঙ্গে বসবাস করা শিখে গেছি। যদিও অস্ট্রেলিয়া ভিন্ন জায়গা। তবে সমর্থকদের জন্য অ্যাশেজ অনেক কিছু। আমার মনে হয় অ্যাশেজের জন্য কেউ ডাক পেলেই তার যাওয়া উচিত।'

তিনি আরও বলেন, 'অ্যাশেজ থেকে নিজেকে সরিয়ে নেয়া উচিত নয়। তবে আমি এটাও জানি সবার দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া সরকার এবং ইসিবি ক্রিকেটার এবং তাদের পরিবারের ব্যাপারটি বিবেচনায় রাখবে।'

করোনার কারণে কোনো দেশেই খেলাধুলা থেমে নেই। এমন পরিস্থিতিতে অ্যাশেজ সিরিজ না অনুষ্ঠিত হলে খানিকটা অবাক হবেন স্ট্রাউস। তার প্রত্যাশা, সময়মতই হবে লাল বলের ঐতিহ্যবাহী এই লড়াই।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আরও বলেন, 'অন্যান্য খেলা চলছে। এরপরেও অ্যাশেজ হয় না কীভাবে! অ্যাশেজ মাঠে গড়ানোর উপায় আছে এবং আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি। আমি আশা করব অ্যাশেজে পরিবার নিয়ে যাওয়া যাবে এবং সেখানে পর্যাপ্ত থাকার জায়গা থাকবে।'