বাংলাদেশ ক্রিকেট

হৃদয়ের লড়াইয়েও শেষ বলে হারল এইচপি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:40 শনিবার, 02 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাচ জিততে শেষ বলে ৬ রানের প্রয়োজন ছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের। তবে আবু জায়েদ রাহির বলে তৌহিদ হৃদয় ডাউন দ্য উইকেটে এসে সজোরে মারলেও সেটা কাজে আসেনি। সেই বল থেকে মাত্র ১ রান আসায় ৪ রানে ম্যাচ হারে এইচপি দল। তাতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এদিন থেমে থেমে বৃষ্টি হানা দিয়েছে। বেরসিক বৃষ্টিতে খানিকটা দেরিতে শুরু হয় ম্যাচ। বিলম্বিত টসের সঙ্গে বৃষ্টি আইনে ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪৪ ওভারে। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

উদ্বোধনী জুটিতে তাঁরা দুজন ৬৭ রান ‍তুললেও পরের দিকের ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে পারেননি। এইচপির স্পিনারদের দাপটে নির্ধারিত ৪৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। সর্বোচ্চ ৪৭ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। এ ছাড়া মুমিনুল ২৭ ও ইমরুল কায়েস করেছেন ৩৭ রান। এইচপির হয়ে হাসান মুরাদ চারটি ও রেজাউর রহমান রাজা নিয়েছেন দুটি উইকেট।

এইচপির ব্যাটিংয়ে নামার আগে আরও একবার হানা দেয় বেরসিক বৃষ্টি। তাতে ৩৩ ওভারে এইচপির লক্ষ্য দাঁড়ায় ১৯৪ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাঁরা। ইনিংসের প্রথম বলেই মোসাদ্দেক হোসেন সৈকতের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন মুনিম শাহরিয়ার।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় এইচপি। ৬৫ রানে ৭ উইকেট হারিয়ে এইচপি যখন হারের দ্বারপ্রান্তে তখন ত্রাতা হয়ে আসেন হৃদয় ও রাজা। তাঁরা দুজনে মিলে যোগ করেন ১০১ রান। তবে শেষ বলের রোমাঞ্চে হারতে হয় তাঁদের। এইচপির হয়ে ৯৩ রানে অপরাজিত ছিলেন হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রাকিবুল ও মোসাদ্দেক।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল - ২২২/৯ (ওভার ৪৪) (সাদমান ৪৭, ইমরুল ৩৭, মুমিনুল ২৭, মুরাদ ৪/৩০)

এইচপি দল - ১৮৯/৮ (ওভার ৩৩) হৃদয় ৯৩*, রাজা ৩৩, মোসাদ্দেক ৩/২৫, রাকিবুল ৩/২৬)