দেশের ক্রিকেট

পরিকল্পনায় থাকা ক্রিকেটারদেরই ঘরোয়া লিগে মূল্যায়ন করা হয়: রাজ্জাক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:42 শনিবার, 02 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। প্রায়ই অভিযোগ শোনা যায় এনসিএল ছাড়াও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের জাতীয় দলের জন্য ঠিকভাবে মূল্যায়ন করা হয় না।

এই ধরণের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিলেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। জাতীয় দলে খেলার মতো বয়স এবং সামর্থ্য আছে এমন ক্রিকেটারদেই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলে মূল্যায়ন করা হয় বলে জানিয়েছেন তিনি। তুষার ইমরানের উদাহরণ দিয়ে পুরো বিষয়টি বুঝিয়ে বলেছেন রাজ্জাক।

৩৭ বছর বয়সী তুষার প্রায় প্রতিবছরই ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দেন। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকারও থাকেন প্রত্যেক মৌসুমে। তুষারের মতো ক্রিকেটাররা জাতীয় দলের পরিকল্পনায় না থাকার কারণেই তাদের ভালো পারফরম্যান্স মূল্যায়ন করেন না নির্বাচকরা, এমনটাই জানিয়েছেন রাজ্জাক।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'কেউ এটা মনে করে থাকলে ভুল হবে। আমাদের পারফরম্যান্স দেখাই হয় এই ২-৩টি খেলায়... এনসিএল, বিসিএল, ডিপিএল আর এখন বিপিএল। এখানে যারা পারফর্ম করে সাধারণত তারাই থাকে। তারপরও সন্দেহ থাকার কথা না। এমন কিছু হতে পারে- কিছু খেলোয়াড় থাকে, যারা প্রথম শ্রেণির ক্রিকেটেই শুধু খেলছে।'

তিনি আরো বলেন, 'তুষার ইমরানের কথা ধরুন, ভালো খেলছে, কিন্তু এখন কি ওকে নেওয়া সম্ভব? এসব অভিযোগ থাকবে। এ নিয়ে চিন্তার কিছু নেই। মূল ব্যাপার হল- যাদের নিয়ে জাতীয় দল চিন্তা করছেন তাদের ঠিক পথে নিতে পারছি কি না। আমরা চাই সব খেলোয়াড় টুর্নামেন্টগুলো খেলুক। বেশি খেললে নিজের কাছেও পরিস্কার থাকবে।'

সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের জাতীয় দলে জায়গা পাকাপোক্ত। তাদের জায়গা নতুন কোন ক্রিকেটার আসতে হলে অসাধারণ পারফরম্যান্স করে আসতে হয় বলেও মনে করিয়ে দিয়েছেন রাজ্জাক। তাই ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়না, এ অভিযোগে রাজ্জাক বিশ্বাসী নন।

এ প্রসঙ্গে রাজ্জাক সর্বশেষ আরো যোগ করে বলেন, 'জাতীয় দলে কিছু জায়গা থাকে একদম পাকাপোক্ত। ঐ জায়গাতে কাউকে আসতে হলে অসাধারণ পারফরম্যান্স করে আসতে হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি অভিযোগ করে থাকে, হয়ত এরকম ব্যাপার।'